মাত্র ৫ টাকায় আনলিমিটেড ডেটা, কলিং! বাজার কাঁপানো অফার Jio-র

বাংলাহান্ট ডেস্ক: রিলায়্যান্স জিও (Reliance Jio) আসার পর কার্যত ছুটি হয়ে গিয়েছে অন্যান্য টেলিকম অপারেটরদের। সবচেয়ে সস্তায় পরিষেবা দেওয়ার কারণে গ্রাহকদের মধ্যে তারা জনপ্রিয়। খোঁজ নিলেই দেখা যাবে, বিভিন্ন সস্তা রিচার্জ প্ল্যানের (Cheap Recharge Plan) ছড়াছড়ি রয়েছে তাদের ওয়েবসাইটে। তেমনই একটি সস্তার প্ল্যান হল ৩৯৫ টাকার। এই প্ল্যানটি তার ভ্যালিডিটির জন্য বেশ জনপ্রিয়। কারণ এই প্ল্যানে রিচার্জ করলে আপনি পাবেন ৮৪ দিন অর্থাৎ প্রায় ৩ মাসের ভ্যালিডিটি। 

শুধু তাই নয়, এই রিচার্জ প্ল্যানে বিপুল পরিমাণ ডেটা, আনলিমিটেড কলিং এবং আরও একাধিক আকর্ষণীয় অফার রয়েছে। এই প্ল্যানে রিচার্জ করলে আপনি ৬ জিবি ডেটা পাবেন। এই প্ল্যানটি সেই সব গ্রাহকদের জন্য উপযুক্ত, যাঁরা ডেটার চেয়েও বেশি ভ্যালিডিটির উপর জোর দেন। কারণ এতে প্রায় ৩ মাস ভ্যালিডিটি রয়েছে। 

relaince jio voucher

জিও সিমটি সেকেন্ডার হিসেবে রাখলে এই প্ল্যান একেবারে সেরা। কারণ একবার ৩৯৫ টাকা দিয়ে রিচার্জ করলে ৩ মাসের জন্য টেনশন মুক্ত। এগুলি ছাড়াও আরও প্রচুর সুবিধা রয়েছে। এই প্ল্যানে গ্রাহকরা ৬ জিবি ডেটা পেয়ে যাবেন। তবে ডেটার কোটা শেষ হলে ইন্টারনেট স্পিড কমে যাবে। সেই সময়ে ৬৪ কেবিপিএস স্পিডে চলবে ইন্টারনেট। 

অন্যান্য প্ল্যানের মতো এতেও আনলিমিটেড কলিংয়ের সুবিধা থাকছে। একইসঙ্গে এক হাজার মেসেজও পাঠানো যাবে। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে এই রিচার্জ করালে। একইসঙ্গে Jio TV, Jio Cinema, Jio Security, Jio Cloud-এর মতো একাধিক সার্ভিস পাওয়া যাবে বিনামূল্যে। তবে দোকানে গিয়ে এই রিচার্জ করানো যাবে না।

jio happy customer

জিও-র এই রিচার্জ প্ল্যান আসলে অ্যাপ এক্সক্লুসিভ। অর্থাৎ শুধুমাত্র MyJio অ্যাপের মাধ্যমেই এই রিচার্জ করানো যাবে। এই প্ল্যানটি Jio Value Plan-এর অন্তর্ভুক্ত। জানিয়ে রাখি, ৩৯৫ টাকা একবারে দিতে হলেও এটি আসলে খুবই সস্তা কারণ প্রতিদিন মাত্র ৫ টাকা করে দিতে হচ্ছে আপনাকে। এছাড়াও মাসিক ভিত্তিতে প্রায় ১৪১ টাকা দিতে হচ্ছে।

এই রিচার্জটি করতে গেলে প্রথমে MyJio অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর নীচের মেনু থেকে রিচার্জ অপশনে যেতে হবে। এর পরের পেজেই ডান দিক থেকে বাঁ দিকে সোয়াইপ করলে Value Recharge Plan’-এর অ্যাক্সেস পেয়ে যাবেন। সেখানেই এই ৩৯৫ টাকার প্ল্যানটি দেখতে পাবেন। যাঁদের বেশি ডেটা প্রয়োজন হয়, তাঁরা একটি ১৫ টাকা দিয়ে ১ জিবি ৪জি ডেটার অ্যাড-অন রিচার্জ করাতে পারেন। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর