ফ্রি ফ্রি ফ্রি! এবার দু মাসের রিচার্জ হবে এক্কেবারে বিনা পয়সায়, গ্রাহকদেরকে স্পেশাল উপহার Jio’র

বাংলাহান্ট ডেস্ক : জিওর গ্রাহকেরা মাঝেমধ্যেই অপেক্ষা করে থাকেন চমকের। মুকেশ আম্বানির সংস্থা নিত্যনতুন ধামাকাদার অফার নিয়ে আসে গ্রাহকদের জন্য। এবার জিও আনতে চলেছে দু মাসের ফ্রি রিচার্জ অফার। এই কথা শুনে অনেকের চোখ কপালে ওঠার কথা। তবে আপনাদের জানিয়ে রাখি একদমই সত্যি খবর এটি।

এই মুহূর্তে দেশের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও। জিওর দাপটে অনেক টেলিকম কোম্পানি বন্ধ হয়ে গেছে। আবার বেশ কিছু টেলিকম অপারেটর মার্জ হয়ে গেছে একে অপরের সাথে। রিলায়েন্স জিওর অত্যাধুনিক টেকনোলজি ও আকর্ষণীয় অফার দ্রুত গ্রাহকদের আকর্ষন করেছে। তবে যারা ১লা এপ্রিল বা তারপর জিও ভারত ফোন কিনেছেন তাদের জন্য এই অফার প্রযোজ্য।

আরোও পড়ুন : দমদমের ছাতাকলে অগ্নিকাণ্ড! পুড়ে ছাই ঝুপড়ি, বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠল এলাকা

গ্রাহকদের কথা মাথায় রেখে জিও মাঝেমধ্যেই একাধিক রিচার্জ প্ল্যান লঞ্চ করে। তবে এবার জিও এমন একটি অফার এনেছে যার দরুন গ্রাহকরা দু’মাসের ফ্রি রিচার্জ পেয়ে যাবেন। এই অফারটি জিও ভারত ফোন ব্যবহারকারীদের জন্য। যদি নতুন গ্রাহকরা ২৩৪ টাকার রিচার্জ করান, তাহলে পেয়ে যাবেন অতিরিক্ত দু মাসের ভ্যালিডিটি।

Jio has brought forward 5G data plan at a very cheap price

 তবে আরও একটি আকর্ষণীয় কথা হল যারা অন্য অপারেটরের থেকে জিওতে নম্বর পোর্ট করে এসেছেন তারাও এই অফার পাবেন। ২৩৪ টাকা রিচার্জে জিও ভারত ফোন গ্রাহকরা প্রতিদিন ০.৫ GB ডেটা পেয়ে যাবেন। এছাড়াও থাকছে আনলিমিটেড ফোন কলস করার সুবিধা। মনে রাখা জরুরি এই প্ল্যান দিয়ে রিচার্জ করার পর দুমাসের অতিরিক্ত ভ্যালিডিটি ১৫ দিন পর অ্যাকটিভ হয়ে যাবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর