বাংলা হান্ট ডেস্ক: গত বছর Reliance Jio রিচার্জের ট্যারিফ রেট বৃদ্ধি করে। শোনা যায় এরপর থেকেই মুকেশ আম্বানির অনেকটাই ক্ষতি হয়। তার কারণ অধিকাংশ গ্রাহকই জিওর উপর থেকে আস্থা হারাতে থাকে। সস্তার প্ল্যানের জন্য অনেকেই ভরসা রাখেন BSNL-র উপর। তবে এবার বছরের শুরু থেকেই Reliance Jio গ্রাহকদের আকর্ষণ করতে সেই সাথে তুষ্ট করতে বিভিন্ন রকমের অফার নিয়ে আসছে। আর এবার আরও বিরাট বড় পদক্ষেপ নিল মুকেশ আম্বানির সংস্থা। তবে এবার গ্রাহকদের জন্য নয় এই সুবিধা আনতে চলেছেন ভারতীয় সেনাদের জন্য। সেনা দিবসের আগেই সেনাদের হাতে তুলে দেবেন বিশেষ উপহার।
Reliance Jio-র ভারতীয় সেনাদের দেবে উপহার:
নিত্য নতুন অফার নিয়ে এসে Reliance Jio খুশি করছে তাদের গ্রাহকদের। তবে এবার গ্রাহকদের জন্য নয়, ভারতীয় সেনাদের মুখে হাসি ফোটাতে চলেছে জিও। জানা গিয়েছে, আসন্ন সেনা দিবসের আগেই সিয়াচেন হিমবাহে বসতে চলেছে 4G এবং 5G নেটওয়ার্ক। সেইসাথে যুগান্তকারী মাইলফলক অর্জন করতে চলেছে জিও। কারণ এর আগে এই প্রতিকূল এলাকায় কোন টেলিকম সংস্থা এমন নেটওয়ার্কের সুবিধা আনেনি। সেনাবাহিনীর সিগন্যালারদের সহযোগিতায় রিলায়েন্স জিও প্রথম টেলিকম অপারেটর যে এই প্রতিকূল অঞ্চলে অসাধ্য সাধন করতে চলেছে।
সেনাবাহিনীর সিগন্যালারদের সহযোগিতায় নেটওয়ার্ক ব্যবস্থা আনা হচ্ছে: জানা গিয়েছে, ইতিমধ্যেই Reliance Jio তার 5G প্রযুক্তি ব্যবহার করে সিয়াচেনে একটি ফরোয়ার্ড পোস্টে প্লাগ-অ্যান্ড-প্লে প্রি-কনফিগার সরঞ্জাম স্থাপন করতে সক্ষম হয়েছে। এই নেটওয়ার্ক স্থাপনের জন্য পরিকল্পনা, একাধিক প্রশিক্ষণ সেশন, সিস্টেম প্রি-কনফিগারেশন এবং পুরো বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য সেনাবাহিনীদের ভূমিকা এখানে উল্লেখযোগ্য। এমনকি সেনাবাহিনীর সিগন্যালাররা বিশেষ সহযোগিতা করে বলে জানা যায়।
আরও পড়ুনঃ বৃহস্পতিতে হচ্ছে নবান্ন অভিযান? কী বলল কলকাতা হাইকোর্ট? জোর শোরগোল
এছাড়াও নেটওয়ার্ক স্থাপনের জন্য Reliance Jio-র সরঞ্জাম সিয়াচেন হিমবাহে পৌঁছে দিতে ভারতীয় সেনা লজিস্টিক এবং এয়ারলিফ্টিং বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এই সহযোগিতার কারণে কারাকোরাম পর্বতমালায় ১৬,০০০ ফুট উচ্চতায় সংযোগ নিশ্চিত করা সম্ভব হয়েছে। তবে শুনলে অবাক হবেন এই পর্বতমালায় তাপমাত্রা এই সময় নেমে যায় -৫০ ডিগ্রী সেলসিয়াস। অর্থাৎ সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে এই কাজ সম্পন্ন করেছে জিও।
আরও পড়ুনঃ কেঁচো খুঁড়তে কেউটে! লক্ষ্মীর ভান্ডারে ব্যাপক অনিয়ম? তদন্তে নেমে মিলল ৮২ জনের হদিশ
আপনাদের জানিয়ে রাখি, Reliance Jio ক্রমাগত লাদাখ অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এবার সেই চেষ্টার মধ্যে সিয়াচেন হিমবাহের মতো প্রতিকূল অঞ্চলে 4G এবং 5G পরিষেবা প্রদান ঐতিহাসিক সাফল্য অর্জন করল। পাশাপাশি এই নেটওয়ার্ক পরিষেবা প্রদান ভারতীয় সেনাদের ডিজিটাল সংযোগেরও বিশেষ পথ উন্মোচন করল বলা যায়। যদিও ভারতীয় সেনাদের প্রতি বিশেষ সম্মান জানাতেই আম্বানির এই উদ্যোগ।