বাংলাহান্ট ডেস্ক: গ্রাহকদের সুবিধার্থে এবং অন্যান্য টেলিকম অপারেটরদের টেক্কা দিতে প্রতিনিয়ত অভিনব অফার আনে রিলায়্যান্স জিও (Reliance Jio)। বাজারে জিও আসার পর থেকে এয়ারটেল (Airtel), ভোডাফোনের (Vodafone) মতো টেলিকম অপারেটরদের ব্যবসায় অনেকটাই প্রতিযোগিতা বেড়েছে। এমনকী, ক্ষতির মুখেও পড়েছে তারা। এর জেরে মোবাইল রিচার্জের প্ল্যানেও অনেক পরিবর্তন এসেছে।
এখন কম টাকা খরচ করেই মিলতে পারে বিপুল পরিমাণ ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সুযোগ। আজ তেমনই একটি রিচার্জ প্ল্যানের কথা বলব আপনাকে। জিও বরাবরই কম টাকায় অনেক বেশি সুবিধা দেওয়ার জন্য পরিচিত। তেমনই একটি প্ল্যান হল তাদের ৮৯৫ টাকার প্ল্যানটি। এটির ভ্যালিডিটি ৩৩৬ দিনের। অর্থাৎ প্রায় এক বছরের। এই প্ল্যানটি ২৮ দিন মেয়াদের ১২টি চক্রে বিভক্ত।
এই প্ল্যানে মোট ২৪ জিবি ডেটা দেওয়া হচ্ছে। পাশাপাশি, ২৮ দিনের জন্য ২ জিবি ডেটা দেওয়া হচ্ছে। কলিং প্রসঙ্গে কথা বললে, এই প্ল্যানে থাকছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এসএমএস নিয়েও গ্রাহকদের কোনও অভিযোগের সুযোগ দিচ্ছে না জিও। ২৮ দিনের জন্য ৫০টি এসএমএস-এর সুবিধা দেওয়া হচ্ছে। অর্থাৎ এই প্ল্যানে রিচার্জ করালে গ্রাহকরা অনেক সুবিধাই পেতে চলেছেন।
রিলায়্যান্স জিও-র অন্যতম সেরা বা ‘বেস্ট সেলিং’ প্ল্যান হল ১৫২ টাকার রিচার্জ। ২৮ দিন মেয়াদের এই প্ল্যানে মোট ১৪ জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়াও রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। পাশাপাশি, ৩০০টি এসএমএস-এর সুবিধ রয়েছে জিও-র এই বেস্ট সেলিং রিচার্জ প্ল্যানে। কম খরচে বেশি সুবিধা খুঁজছেন যে গ্রাহকরা, তাঁদের জন্য এই রিচার্জ প্ল্যান আদর্শ। রিলায়্যান্স জিও-র আরও একটি প্ল্যান হল ২২২ টাকার। এটিরও মেয়াদ ২৮ দিনের।
এই প্ল্যানে মোট ৫৬ জিবি ডেটা দেওয়া হচ্ছে। প্রতিদিন ২ জিবি করে ডেটা দেওয়া হচ্ছে গ্রাহকদের। এই প্ল্যানেও আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হয়। এছাড়াও এই প্ল্যানে রিচার্জ করালে প্রতিদিন ১০০টি করে এসএমএস করতে পারবেন গ্রাহক। পাশাপাশি, জিও টিভি, জিও সিনেমা এবং জিও সিক্যুরিটির সাবস্ক্রিপশনও দেওয়া হয়। Paytm ও Phonepe দিয়েও এই রিচার্জটি করানো যায়।