5G লঞ্চের মধ্যেই ১২টি সস্তার প্ল্যান বন্ধ করল Jio, মাথায় হাত গ্রাহকদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : রিলায়েন্স জিও তার অনেক প্রিপেইড প্ল্যান বন্ধ করে দিয়েছে। এর সঙ্গে কয়েকটি প্ল্যান থেকে সাবস্ক্রিপশন এর সুবিধাও সরিয়ে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, Jio ইতিমধ্যেই ভারতে এই ধরনের প্রায় 12টি প্ল্যান বন্ধ করে দিয়েছে। এর মধ্যে রয়েছে 151 টাকা থেকে শুরু করে 3,119 টাকার প্ল্যান পর্যন্ত আছে।

বন্ধ করা পরিকল্পনার তালিকা দেখতে নীচে পড়ুন:

Jio মোট 12টি প্রিপেইড প্ল্যান বন্ধ করেছে।

  • 151 টাকা Disney+ Hotstar ডেটা অ্যাড অন রিচার্জ প্ল্যান
  • Disney + Hotstar 333 টাকার রিচার্জ প্ল্যান
  • Disney + Hotstar প্ল্যান 499 টাকা
  • Disney + Hotstar ডেটা অ্যাড-অন রিচার্জ প্ল্যান যার মূল্য 555 টাকা
  • Disney + Hotstar প্ল্যান 583 টাকা
  • 601 টাকা Disney+ Hotstar প্ল্যান
  • Disney + Hotstar ডেটা অ্যাড-অন 659 টাকার রিচার্জ প্ল্যান
  • Disney + Hotstar 783 টাকার রিচার্জ প্ল্যান
  • Disney+ Hotstar 799 টাকার রিচার্জ প্ল্যান
  • Disney + Hotstar 1066 টাকার রিচার্জ প্ল্যান
  • Disney + Hotstar 2999 টাকার রিচার্জ প্ল্যান
  • Disney + Hotstar 3119 টাকার রিচার্জ প্ল্যান

এর মধ্যে,2,999 টাকার প্ল্যানটি এখনও সাইটে দেখা যাবে, তবে Disney + Hotstar সাবস্ক্রিপশন এতে উপলব্ধ নেই। এখন এই Disney + Hotstar সাবস্ক্রিপশনটি Jio-এর মাত্র 2টি প্ল্যানে পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে 1,499 টাকা এবং 4,199 টাকার প্ল্যান।

4199 টাকার প্ল্যানে 365 দিনের জন্য প্রতিদিন 3GB ডেটা পাওয়া যাবে। এর সাথে ডিজনি + হটস্টার সাবস্ক্রিপশন এবং আনলিমিটেড কলিংও রয়েছে। একই সাথে, 1499 টাকার প্ল্যানে দৈনিক 2GB ডেটা পাওয়া যাবে। এর মেয়াদ হবে 84 দিন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X