বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারতের শ্রেষ্ঠ ধনকুবের হিসেবে বিবেচিত হচ্ছেন মুকেশ আম্বানি। তাঁর নেওয়া প্রতিটি পদক্ষেপই উঠে আসা আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই রেশ বজায় রেখেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, PhonePe এবং Paytm-এর মতো বড় পেমেন্ট সংস্থাগুলিকে টক্কর দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। তাঁর টেলিকম সংস্থা Reliance Jio ইতিমধ্যেই Jio Bharat ফোনে একটি নতুন ফ্রি সার্ভিস শুরু করেছে। যেটির মাধ্যমে প্রত্যক্ষভাবে লাভবান হবেন Jio Bharat ফোন ব্যবহারকারীরা।
বড় পদক্ষেপ Reliance Jio-র:
জানিয়ে রাখি, Reliance Jio গত শুক্রবার Jio Bharat ডিভাইসে “Jio Sound Pay” পরিষেবা শুরু করেছে। এই নতুন বৈশিষ্ট্যের কারণে, এখন ছোট দোকানদাররাও প্রতিটি UPI পেমেন্ট গ্রহণের সময় একটি সাউন্ড মেসেজ শুনতে পাবেন। এই পরিষেবার জন্য তাঁদের কোনও টাকা দিতে হবে না।
কি হবে PhonePe, Paytm-এর: এদিকে, Jio Bharat ডিভাইসে এই পরিষেবা শুরু করে, মুকেশ আম্বানি PhonePe এবং Paytm-এর মতো সংস্থাগুলির জন্য একটি বড় সমস্যা তৈরি করেছেন। বর্তমানে, এই সংস্থাগুলি পেমেন্ট পরিষেবা প্রদানের ক্ষেত্রে বাজারের শীর্ষস্থানীয় সংস্থা হিসেবে বিবেচিত হয় এবং তাদের সাউন্ড বক্সগুলি সাধারণ মানুষের মধ্যে বেশ জনপ্রিয়। কিন্তু তাদের সাউন্ড বক্স ব্যবহার করতে দোকানদারদের প্রতি মাসে প্রায় ১২৫ টাকা দিতে হয়।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এবার একগুচ্ছ ট্রেন বাতিল করল রেল, দুর্ভোগে পড়ার আগে এখনই নিন জেনে
এখন, Jio Bharat ডিভাইসে এই পরিষেবা বিনামূল্যে প্রদান করা হলে, ছোট দোকানদাররা বার্ষিক ১,৫০০ টাকা সাশ্রয় করতে পারবেন। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, এই পরিষেবাটি ছোট দোকানদার থেকে শুরু করে সবজি বিক্রেতা এবং হকারদের উপকৃত করবে।
আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে আদৌ খেলবেন জসপ্রীত বুমরাহ? সামনে এল বড় আপডেট
পেমেন্টের কনফার্মেশন বিভিন্ন ভাষায় পাওয়া যাবে: Jio Bharat ডিভাইসে উপলব্ধ Jio Sound Pay পরিষেবা অনেক ভাষায় পাওয়া যাবে। যেখানে, গ্রাহকরা ইনস্ট্যান্ট পেমেন্ট কনফার্মেশন শুনতে পাবেন। জানিয়ে রাখি যে, Reliance Jio এমন সময়ে এই বিনামূল্যের পরিষেবা ঘোষণা করেছে যখন তার গ্রাহক সংখ্যা টানা ৪ মাস ধরে কমছে। তবে, গত নভেম্বরে কোম্পানিটির গ্রাহক সংখ্যা বেড়েছে।