বাংলা হান্ট ডেস্ক: বছরের শুরু থেকেই Reliance Jio একের পর এক ধামাকাদার অফার আনছে। আর এতে করে গ্রাহকদের মুখে হাসিও হচ্ছে চওড়া। গত বছরের মাঝামাঝির সময় অন্যান্য টেলিকম সংস্থার মত জিও রিচার্জের ট্যারিফ রেট বৃদ্ধি করে। আর তখন আম্বানির উপর অসন্তুষ্ট হয়ে অনেক গ্রাহক মুখ ফিরিয়ে নেন বলে শোনা যায়। তাই গ্রাহকদের তুষ্ট করতে বছরের শুরু থেকেই একের পর এক ধামাকা নিয়ে আসছে মুকেশ আম্বানির সংস্থা। জানুয়ারিতে ফের আরও একটি নতুন চমকে জিওর।
Reliance Jio আনল নতুন সুবিধাঃ
ভারতের গুরুত্বপূর্ণ টেলিকম সংস্থার মধ্যে অন্যতম হচ্ছে Reliance Jio। তবে এবার ব্যবসা প্রসারের জন্য আম্বানি নতুন একটি সুবিধা আনলেন। না এবার কোনও রিচার্জ কিংবা প্রিমিয়ামের অফার নয়। বাজারে লঞ্চ করা হয়েছে জিও কয়েন। আর বাজারে এটি আসার পর থেকেই গ্রাহকদের মধ্যে শুরু হয়েছে জোর উত্তেজনা। এই জিও কয়েন ঠিক কি কাজে লাগবে? গ্রাহকরা এর হাত ধরে কি কি সুবিধা পাবেন? উঠছে বহু প্রশ্ন।
জিও কয়েনের সুবিধা: যদিও এখনও জিও কয়েন নিয়ে কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি। এমনকি গ্রাহকদের কোন কাজে লাগবে তাও জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, জিও কয়েনের সুবিধা চালু করা হচ্ছে জিও স্পেয়ারের মাধ্যমে যাঁরা ইন্টারনেট ব্রাউজ করেন তাঁদের জন্য। যদিও এই কয়েন হস্তান্তর যোগ্য হয়নি বলেই জানা যাচ্ছে। আর এটি যেহেতু Reliance Jio-র ইকোসিস্টেমের সঙ্গে কাজ করছে তাই এর ব্যবহারকে অত্যন্ত তাৎপর্য পূর্ণ মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ অদম্য জেদেই হল বাজিমাত! UPSC-তে প্রথম প্রচেষ্টায় IPS, ফের পরীক্ষা দিয়ে হলেন IAS, নজির গড়লেন গরিমা
জানা গিয়েছে, এই নতুন কয়েন আনায় পলিগন ল্যাবসের সঙ্গে Reliance Jio-কে কাজে লাগিয়ে কোম্পানি তার ব্লকচেন এবং ওয়েবথ্রিকে কয়েকগুণ বাড়িয়ে তুলবে। সূত্র অনুসারে আরও জানা যায়, এই কয়েন দিয়ে মোবাইল রিচার্জ বা রিলায়েন্স গ্যাস স্টেশনগুলিতে কেনাকাটা করা যেতে পারে। তবে এখনও এই নিয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। পাশাপাশি আরও অনুমান করা হচ্ছে, ডিজিটাল অর্থনীতিতে এই কয়েন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আরও পড়ুনঃ ‘এক থালা ভাত’! তৃণমূল-বিজেপিকে টক্কর দিতে বঙ্গ রাজনীতিতে নয়া দলের উত্থান! নাম কী জানেন?
আগামী মাসে বাজেট পেশ করা হবে: আগামী মাসে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর এই কয়েন এমন সময় বাজারে আনা হচ্ছে এর উপর বাজেটের প্রভাব পড়বে কিনা এই নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। এখন দেখার বিষয়, Reliance Jio-র এই কয়েনের সুবিধা গ্রাহকদের কতটা ভরসা জোগায়। পাশাপাশি ঠিক কি কি সুবিধা এনে দেয়।