ভেতরে ভেতরে বিরাট প্ল্যান! এবার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবেন মুকেশ আম্বানি, নড়ে যাবে Apple-এর সাম্রাজ্য

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে Reliance Jio একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে। সেই রেশ বজায় রেখেই এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Reliance Jio এবার Meta-র সহযোগিতায় একটি সস্তা VR হেডসেট নিয়ে আসার বিষয়ে কাজ করছে। ওই VR হেডসেট ভারতীয় বাজারের জন্য তৈরি করা হবে বলেও জানা গিয়েছে।

বড় পরিকল্পনা Reliance Jio-র:

এদিকে, এই পার্টনারশিপের অন্যতম উদ্দেশ্য হল Meta-র Horizon OS ব্যবহার করা। যা Reliance Jio-এর বর্তমান VR ডিভাইস JioDive-এর থেকে অনেক ভালো। JioDive হল শুধুমাত্র একটি বেসিক VR ডিভাইস। যেটি মোবাইল ফোনের স্ক্রিন ব্যবহার করে। এদিকে, এর ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হতে পারে Apple। জানিয়ে রাখি যে, সম্প্রতি Apple-এর তরফে Apple Vision Pro লঞ্চ করা হয়েছে। যার দাম বেশ চড়া। তবে, Jio যদি Meta-র সাথে অংশীদারিত্বে সাশ্রয়ী মূল্যের VR ডিভাইস নিয়ে আসে, তাহলে Apple অবশ্যই চিন্তিত হতে পারে।

Reliance Jio is planning big this time.

চলছে আলোচনা: দ্য ইনফরমেশনের রিপোর্ট অনুসারে, এখনও পর্যন্ত Reliance Jio এবং Meta-র মধ্যে আলোচনা চলছে এবং এই বিষয়ে কোনও অফিসিয়াল ডিল হয়নি। এদিকে ইতিমধ্যেই ভারতে ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে আসার ক্ষেত্রে Reliance Jio-র Google-এর মতো গ্লোবাল টেক জায়ান্টের সাথে সহযোগিতা করার ইতিহাস রয়েছে। এবার তারা Meta-র সহযোগিতায় নতুন VR হেডসেট নিয়ে আসার পরিকল্পনা করেছে। যেটি দেশের ক্রমবর্ধমান টেক ইকোসিস্টেমের একটি ভালো অ্যাড-অন হতে পারে।

আরও পড়ুন: ক্রমশ “অবনতি” হচ্ছে সম্পর্কে? ভারতে কর্মরত ২ কূটনীতিককে বরখাস্ত করল বাংলাদেশ

Jio-তে Meta-র 10 শতাংশ শেয়ার রয়েছে: জানিয়ে রাখি যে, Meta এবং Reliance Jio-র মধ্যে 2020 সাল থেকে পার্টনারশিপ রয়েছে। Reliance Jio-তে Meta-র 10 শতাংশ শেয়ার রয়েছে। দু’টি কোম্পানি ইতিমধ্যেই বিভিন্ন প্রোজেক্টে একই সাথে কাজ করেছে। যার মধ্যে রয়েছে WhatsApp-এ ই-কমার্স সার্ভিসেস ইন্টিগ্রেট করার মত বিষয়গুলিও। তবে এখনও পর্যন্ত, উভয় সংস্থাই এই সর্বশেষ আলোচনার বিষয়ে অফিশিয়ালি কিছু জানায়নি।

আরও পড়ুন: বিপুল ঋণের সম্মুখীন আদানি গ্রুপ! ক্রমশ বাড়ছে সরকারি ব্যাঙ্কগুলি থেকে নেওয়া লোনের পরিমাণ

29 অগাস্ট AGM: উল্লেখ্য যে, Reliance Industries-এর AGM আগামী 29 অগাস্ট সম্পন্ন হবে। এই ইভেন্টে বিভিন্ন বড় ঘোষণা হতে পারে। বিশেষ করে Reliance Jio এবং Reliance Retail-এর IPO সংক্রান্ত ঘোষণাও হতে পারে। পুরো বিশ্বের নজর এই IPO-গুলির দিকে রয়েছে। এর পাশাপাশি, Reliance Jio-র ভবিষ্যত পরিকল্পনা এবং প্রোডাক্টগুলির ওপরেও নজর রয়েছে সবার। যার মধ্যে নতুন VR হেডসেটও থাকতে পারে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর