বাংলা হান্ট ডেস্ক: Reliance Jio ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি হিসেবে বিবেচিত হয়। এদিকে, সময়ের সাথে পাল্লা দিয়ে এই সংস্থা তার ব্যবহারকারীদের জন্য একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করে। সেই রেশ বজায় রেখেই সংস্থাটি এবার Wi-Fi-এর মাধ্যমে ফাস্ট ইন্টারনেট পরিষেবা প্রদানের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই Jio ভারত সরকারের টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সেন্টার (TEC)-এর কাছ থেকে বিশেষ অনুমতিও চেয়েছে। Wi-Fi পরিষেবা প্রদানের জন্য ২৬ গিগাহার্জ স্পেকট্রাম ব্যান্ড ব্যবহারের জন্য এই অনুমতি চাওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
বড় পদক্ষেপের পথে Reliance Jio:
পুরো ব্যাপারটা কী: জানিয়ে রাখি যে, Reliance Jio গত সপ্তাহে টেকনিক্যাল ডিপার্টমেন্ট TEC-তে একটি অনুরোধ পাঠিয়েছে। যেখানে কোম্পানিটি বলেছে যে তারা Wi-Fi পরিষেবার জন্য ২৬ গিগাহার্জ ব্যান্ড ব্যবহার করতে চায়। তবে, এই বিষয়ে Jio-র তরফ থেকে কোনও অফিসিয়াল প্রতিক্রিয়া বা বিবৃতি সামনে আসেনি।
নিয়মে কী রয়েছে: প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালে সম্পন্ন স্পেকট্রাম নিলামের নথিতে (নোটিস ইনভিটিং অ্যাপ্লিকেশনNIA) স্পষ্টভাবে লেখা ছিল যে, যদি কোনও কোম্পানি 5G-র জন্য প্রাপ্ত স্পেকট্রাম অন্য কোনও প্রযুক্তির জন্য ব্যবহার করতে চায়, তাহলে তাকে প্রথমে সরকারের অনুমোদন নিতে হবে।এছাড়াও, যেকোনও নতুন প্রযুক্তি ব্যবহারের কমপক্ষে ৬ মাস আগে তার সম্পূর্ণ বিবরণ দিতে হবে। শুধু তাই নয়, এই প্রযুক্তি এমন হওয়া উচিত যাতে এটি ইতিমধ্যেই ITU, TEC বা যেকোনও আন্তর্জাতিক মানের সংস্থা দ্বারা অনুমোদিত হয়ে থাকে।
আরও পড়ুন: BSF-এর হাতে খতম হওয়া জঙ্গি ছিল আত্মীয়! পাকিস্তানের সেই খেলোয়াড়ই PSL-এ করলেন বাজিমাত
Jio কত টাকা দিয়ে স্পেকট্রাম কিনেছে: ২০২২ সালের স্পেকট্রাম নিলামে মোট ১.৫ লক্ষ কোটি টাকার বিড গৃহীত হয়েছিল। এর মধ্যে, Reliance Jio একাই প্রায় ৮৮,০৭৮ কোটি টাকার বিড করেছিল এবং সর্বাধিক স্পেকট্রাম পেয়েছিল। সেই সময়, Jio ৭০০ মেগাহার্জ, ৮০০ মেগাহার্জ, ১৮০০ মেগাহার্জ, ৩৩০০ মেগাহার্জ এবং ২৬ গিগাহার্জ ব্যান্ড কিনেছিল। এখন কোম্পানিটি হাই-স্পিড Wi-Fi ইন্টারনেট পরিষেবার জন্য ২৬ গিগাহার্জ ব্যান্ড ব্যবহার করতে চায়।
আরও পড়ুন: “ভারতের ষড়যন্ত্রেই বাড়ছে সঙ্কট”, গদি বাঁচাতে দোষারোপ শুরু ইউনূসের, মহাবিপদে বাংলাদেশ
কীভাবে মিলবে লাভ: এমতাবস্থায়, সরকারের কাছ থেকে অনুমতি পেলে, Reliance Jio তার ব্যবহারকারীদের দ্রুত এবং উন্নত Wi-Fi কানেক্টিভিটি প্রদান করতে সক্ষম হবে। ভিড়যুক্ত এলাকা বা ইন্ডোর স্পেসে এর সুবিধা বিশেষভাবে পরিলক্ষিত হবে। এমন পরিস্থিতিতে, এই ব্যান্ডটি অত্যন্ত সহায়ক প্রমাণিত হতে পারে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: