4G, 5G অতীত! এবার আম্বানি আনতে চলেছেন 5.5G, মাথায় হাত Vi-Airtel-এর

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময় প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই মানুষ উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছাচ্ছে। বিশেষ করে নেটওয়ার্কের উন্নতিতে গ্রাহকরা বিশেষ সুবিধা পাচ্ছেন। তবে এবার নেটওয়ার্কে আরো বড় বদল ঘটলো। জিওর (Reliance Jio) তরফ থেকে আনা হচ্ছে নতুন চমক। 4G, 5G কেও টক্কর লাগিয়ে এবার আনতে চলেছে 5.5G পরিষেবা। কি শুনে অবাক হলেন তো? তবে অবাক হলেও এমনই খবর প্রকাশ্যে এসেছে। এখনও যেখানে কিছু টেলিকম সংস্থা 5G তো দূর, 4G গণ্ডিতেই আটকে রয়েছে সেখানে রিলায়েন্স জিও বাজারে রীতিমতো আগুন ধরাচ্ছে। আর এই নতুন নেটওয়ার্কের স্পিড শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না।

জিও (Jio) বাজারে আনতে চলেছে 5.5G পরিষেবা:

রিলায়েন্স জিও (Reliance Jio) ভারতের মধ্যে অন্যতম টেলিকম সংস্থা। বর্তমানে লক্ষ লক্ষ গ্রাহক এর সুবিধা নিচ্ছে। মুকেশ আম্বানির এই কোম্পানি প্রতিনিয়ত গ্রাহকদের সুবিধা দিতে নিত্য রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এবার সেই চেষ্টায় নতুন চমক। 5G কেও টক্কর লাগিয়ে এবার 5.5G পরিষেবা চালু করেছে জিও। এই পরিষেবায় 10Gbps পর্যন্ত সুপারফাস্ট ইন্টারনেট গতি দিচ্ছে। বলা যায়, এটি নেটওয়ার্ক গতির আপগ্রেডেড ভার্সন। ব্যবহারকারীদের, উন্নত, মসৃণ ও দ্রুত গতিতে নেটওয়ার্কের ব্যবস্থা করে দিচ্ছে জিও।

Reliance Jio launches 5.5G network service

কারা পাবেন এই সুবিধা: তবে জানিয়ে রাখি জিওর (Reliance Jio) এই সুবিধা দেওয়া হচ্ছে শুধুমাত্র Oneplus 13 সিরিজে। আসলে OnePlus 13 সিরিজ লঞ্চ ইভেন্টের সময়, অত্যাধুনিক 5.5G প্রযুক্তির ব্যবহার সম্পর্কে তথ্য দেয়। এরপরই সংস্থার সিনিয়র গ্লোবাল পিআর ম্যানেজার জেমস প্যাটারসন এই প্রযুক্তি সম্পর্কে বিশদে জানিয়েছেন। যার ফলে এই বিশেষ প্রযুক্তিটি OnePlus13 সিরিজে ব্যবহার করা হয়েছে। দাবি করা হচ্ছে, এটি একটিমাত্র স্মার্টফোন যাতে এই হাই স্পিডের নেটওয়ার্কের সুবিধা পাওয়া যাচ্ছে। অন্য কোন স্মার্ট ফোনে এর সুবিধা নেই।

আরও পড়ুনঃ সন্দেহের তালিকায় ‘ওই’ ৪ জন! আরজি করের নির্যাতিতার মা-বাবা যা বললেন… ফের নয়া মোড়?

কি এই 5.5G পরিষেবা: জিওর (Reliance Jio) 5.5G পরিষেবা তার নেটওয়ার্ক গুলির মধ্যে উন্নত সংস্করণ। এটি 5G-র তুলনায় দ্রুত ইন্টারনেট গতি, কম লেটেন্সি সম্পন্ন নেটওয়ার্ক। এই প্রযুক্তি তিনটি ভিন্ন নেটওয়ার্ক সেল ব্যবহার করবে যা একাধিক টাওয়ারের সঙ্গে একযোগে সংযোগ স্থাপন করতে পারবে। ফলে দ্রুত সংযোগ সরবরাহ করার ক্ষমতা রয়েছে 5.5G পরিষেবায়।

আরও পড়ুনঃ নতুন বছরেই গ্রাহকদের জন্য বড়সড় সুসংবাদ দিল HDFC ব্যাঙ্ক, অ্যাকাউন্ট থাকলেই হয়ে যাবেন মালামাল

5.5G পরিষেবায় কি কি সুবিধা পাওয়া যাবে: জানা গিয়েছে জিওর (Reliance Jio) 5.5G পরিষেবায় 1GBPS পর্যন্ত ডাউনলোড স্পিড এবং 1GBPS পর্যন্ত আপলোড স্পিড থাকছে। এছাড়াও 5.5G-তে বিল্ট-ইন ইন্টেলিজেন্সের দারুণ ফিচার পাওয়া যাবে। ইতিমধ্যেই অনেক দেশ এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। এই প্রযুক্তি দ্রুতগতিতে নেটওয়ার্ক পরিষেবা দেওয়ার পাশাপাশি AI ভিত্তিক সংযোগ সরবরাহ করবে। বলা যায়, জিওর এই নতুন পরিষেবা গেমিং, স্ট্রিমিং, অনলাইনে যেকোনো কাজের জন্য অত্যন্ত ভালো সুবিধা দিতে চলেছে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর