Jio গ্রাহকদের খুলল কপাল! এবার অ্যাড ছাড়াই দেখা যাবে YouTube, নতুন অফার সামনে আনলেন আম্বানি

বাংলা হান্ট ডেস্ক: বিগত বছর অন্যান্য টেলিকম সংস্থার পাশাপাশি রিলায়েন্স জিও (Reliance Jio) রিচার্জ প্ল্যানে ট্যারিফ রেট বৃদ্ধি করে। আর তারপর থেকেই বহু গ্রাহক হাতছাড়া হয় আম্বানির। এর ফলে বিরাট ক্ষতিও হয় এমন খবরও উঠে আসে। তবে বছরের প্রথম থেকেই জিও একের পর এক দুর্ধর্ষ অফার নিয়ে হাজির হচ্ছে। গ্রাহকদের সন্তুষ্ট করতে এবং আকর্ষণ বাড়াতে এবার আরও বিরাট বড় অফার নিয়ে হাজির রিলায়েন্স জিও। আর ১, ২মাস নয় এবার টানা ২ বছর ফ্রিতে পাওয়া যাবে সুবিধা। জিও নতুন অফারে ঠিক কি সুবিধা আনল?

রিলায়েন্স জিওর (Reliance Jio) নতুন অফার:

কিছুদিন আগেই 5.5G-র সুবিধা আনে জিও। যদিও তাতে সকলে সুবিধা পেয়েছে এমনটা কিন্তু নয়। তবে যারাই এই সুবিধা পাচ্ছেন কিংবা পাবেন তারাই উপকৃত হবেন বলে আশা করা যায়। আর এবার জিও (Reliance Jio) যে অফার আনছে তাতে গ্রাহকরা আরও বিশেষ সুবিধা পেতে চলেছেন। এই অফারে ইউটিউব প্রিমিয়াম একেবারেই ফ্রিতে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ইউটিউবে যাতে অ্যাড না দেখা যায় তার জন্যই এই অফার। আসলে সাম্প্রতিককালে এই জনপ্রিয় প্ল্যাটফর্মে সিনেমা কিংবা যে কোনও ভিডিওই দেখা হোক না কেন মাঝখানে বারবার অ্যাড শুরু হয়ে যায়। আর এতে অনেকেই বিরক্ত হন। এই সমস্যা মেটাতেই রিলায়েন্স জিও আনলো বিশেষ অফার।

Reliance Jio launches new offer

কারা কারা নিতে পারবেন এই অফার: আপনাদের জানিয়ে রাখি এই অফারের পরিষেবা নিতে পারবেন জিও ফাইবার এবং জিও এয়ার ফাইবারের গ্রাহকরা। শনিবার এই নতুন অফারের কথা ঘোষণা করা হয়েছে রিলায়েন্স জিওর (Reliance Jio) তরফ থেকে। আর তার জন্য আপনাকে করতে হবে ৮৮৮ টাকা কিংবা তার বেশি অঙ্কের খরচ। আর এতেই পেয়ে যাবেন একেবারে বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম। যে প্রিমিয়ামের জন্য আপনাকে প্রতিমাসে খরচ করতে হয় ১৪৯ টাকা। এখন থেকে সেই খরচ বন্ধ।

আরও পড়ুনঃ প্রধান বিচারপতির সমালোচনা করে বিপাকে ‘দাপুটে’ আইনজীবী! হল কারাদণ্ড

কোন কোন রিচার্জ প্ল্যানে এই অফার রয়েছে: মূলত জিওর ৮৮৮ টাকা থেকে শুরু হচ্ছে অফার। এছাড়াও ১১৯৯, ১৪৯৯, ২৪৯৯ এবং ৩৪৯৯ টাকার পোস্টপেড প্ল্যানে বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন। তবে এই পাঁচটি প্ল্যানের সুবিধা দেওয়া হবে শুধুমাত্র জিও ফাইবার এবং জিও এয়ার ফাইবারের গ্রাহকদের। টানা ২ বছর আপনি এই প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন। এতে করে অ্যাড ছাড়াই দেখতে পারবেন ভিডিও। এই প্রিমিয়ামের মাধ্যমে ইউটিউব লাইব্রেরিতে ১০ কোটি গান ফ্রিতে শোনার সুযোগ রয়েছে।

আরও পড়ুনঃ আগামীকালই প্রধান বিচারপতির এজলাসে উঠবে মামলা! কি সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার?

কিভাবে চালু করবেন এই অফার: প্রথমে উল্লিখিত প্ল্যানের রিচার্জ করতে হবে। রিচার্জের পর মাই জিও অ্যাপে যেতে হবে। এবার সেখান থেকে ইউটিউব প্রিমিয়াম ব্যানারে ক্লিক করুন। এরপরই আপনাকে ইউটিউবে ক্রেডেনশিয়ালস দিয়ে সাইন ইন করার অপশন দেখাবে। আর সাইন ইন করে নিলেই ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন। তবে মনে রাখবেন নুন্যতম মূল্য কিন্তু ৮৮৮ টাকা। জিওর (Reliance Jio) এই নতুন অফার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিতে চলেছে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর