এবার ১৫০ টাকারও কমে আনলিমিটেড কলিং-ডেটা! Jio-র এই প্ল্যানে কুপোকাত Airtel

বাংলাহান্ট ডেস্ক : প্রথমদিকে সম্পূর্ণ বিনামূল্যে জিও (Reliance Jio) ফোর জি পরিষেবা দিতে শুরু করে ভারতে। এরপর তাদের গ্রাহক সংখ্যা বাড়তে থাকলে তারা ঘোষণা করে বিভিন্ন রিচার্জ প্ল্যান। প্রথমদিকে এই রিচার্জ প্ল্যানের দাম কম থাকলেও ধীরে ধীরে এর খরচ বাড়তে থাকে। এরপর অন্যান্য টেলিকম সংস্থাগুলিও পাল্লা দিয়ে বাড়াতে থাকে রিচার্জের দাম।

বর্তমানে জিও, ভি ও এয়ারটেলের রিচার্জ প্ল্যান প্রায় একই দামের। কিন্তু এরই মধ্যে রিলায়েন্স জিও কিছু সস্তার প্ল্যান অফার করে। আজ আমরা এরকমই একটি সস্তার প্ল্যান সম্বন্ধে জানবো। ১৫৫৯ টাকার এই রিচার্জে কি কি সুবিধা পাবেন জেনে নেওয়া যাক।

এই প্ল্যানে আপনি কলিং, ডেটা ও এসএমএসের সুবিধা পাবেন। এটি একটি দীর্ঘ মেয়াদী প্ল্যান। এর বৈধতা ৩৩৬ দিনের। এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে আপনার গড়ে মাসিক খরচ পড়বে ১৪১.৭২ টাকা। অর্থাৎ প্রতি মাসে আপনাকে ১৫০ টাকারও কম খরচ করতে হবে রিচার্জের জন্য।

এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যান ২৪ জিবি ডেটা। অতিরিক্ত ডেটার প্রয়োজন হলে আলাদা করে কিনতে পারেন ভাউচার। আপনি এই প্ল্যানে পেয়ে যাবেন আনলিমিটেড কলিং এর সুবিধা। এছাড়াও মোট ৩৬০০ এসএমএস পাঠাতে পারবেন বিনামূল্যে।

jio dhamaka offer

এগুলি ছাড়াও আপনি পেয়ে যাবেন জিওর কমপ্লিমেন্টারি অ্যাপস subscribion। Jio TV, Jio Cinema, Jio Security এবং Jio Cloud এর অ্যাক্সেস পেয়ে যাবেন। যারা কম ডেটা খরচ করেন ও দীর্ঘমেয়াদি প্ল্যানের সন্ধানে রয়েছেন তাদের জন্য এই প্ল্যানটি আদর্শ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর