ঘাবড়ে গেছে Jio! শয়ে শয়ে গ্রাহক পোর্ট করাচ্ছে BSNL’এ, শেষমেশ ফেরাতেই হল ১৯৯ টাকার রিচার্জ

বাংলাহান্ট ডেস্ক : ৩ জুলাই থেকে রিচার্জের দাম বৃদ্ধি করেছে জিও (Reliance Jio), এয়ারটেল (Bharti Airtel), ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)। তবে সেই পথে হাঁটেনি রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL (Bharat Sanchar Nigam Limited)। জিওর সস্তার প্ল্যানগুলির মধ্যে অন্যতম একটি হল ১৯৯ টাকার প্ল্যানটি। সেটির দাম বৃদ্ধি করে করা হয়েছে ২৩৯ টাকা।

পরিস্থিতি সামাল দিতে আসরে নামল জিও (Reliance Jio)

১৯৯ টাকার এই প্ল্যানের দাম গত ৩ তারিখ থেকে বৃদ্ধি পায় ২০%। ১৯৯ টাকার জিও (Reliance Jio) প্ল্যানে গ্রাহকরা পেতেন প্রতিদিন ১.৫ জিবির ডেটা, আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০টি করে বিনামূল্যে এসএমএস করার সুযোগ। তারসাথে থাকত 5G ট্রায়ালের অফার। অর্থাৎ 5G হ্যান্ডসেট ব্যবহারকারীরা বিনামূল্যে 5G পরিষেবা ব্যবহারের সুযোগ পেতেন।

আরোও পড়ুন : ১০০০-২০০০ অতীত! এবার মাসে মাসে মিলবে ৫০০০ টাকা! ছাত্রছাত্রীদের জন্য বাজেটে বিরাট ঘোষণা

তবে গত ৩ তারিখ থেকে রীতিমত মাথায় বাজ পড়েছে জিও (Reliance Jio) গ্রাহকদের। ১৯৯ টাকার প্যাকেজের সুবিধা নিতে গেলে রিচার্জ (Recharge) করতে হচ্ছে ২৩৯ টাকা দিয়ে। এই অবস্থায় অনেক গ্রাহক ঝুঁকছেন বিএসএনএল-এর দিকে। অনেকেই নিজেদের নম্বর পোর্ট করে চলে যাচ্ছেন বিএসএনএলে। এবার নতুন করে ১৯৯ টাকার প্ল্যান নিয়ে আসল মুকেশ আম্বানির সংস্থা।

jio recharge plan

১৯৯ টাকার রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ১.৫ জিবির উচ্চ গতির ডেটা, আনলিমিটেড ফোন কল ও প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানোর সুযোগ। তারসাথে থাকবে কমপ্লিমেন্টারি জিও’র অন্যান্য অ্যাপ এক্সেসের সুযোগ। তবে নতুন ১৯৯ টাকার প্ল্যানের বৈধতা কমিয়ে করা হয়েছে ১৮ দিন। আগে ১৯৯ টাকার প্ল্যানে পাওয়া যেত ২৮ দিনের বৈধতা। সেই বৈধতা ১০ দিন কমিয়ে কোনও রকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল জিও।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর