বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ভারতের এক নম্বর টেলিকম সংস্থা হয়ে উঠেছে রিলায়েন্স জিও (Reliance Jio)। উন্নত নেটওয়ার্ক পরিকাঠামো ও সস্তার রিচার্জ প্ল্যান ভারতের টেলিকম বাজারে জিওকে করে তুলেছে একমেব অদ্বিতীয়ম। তবে গত বছর জিও সহ অন্যান্য টেলিকম অপারেটর ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে রিচার্জ মাসুল।
রিলায়েন্স জিও’র (Reliance Jio) নয়া চমক
সেক্ষেত্রে পকেটে টান পড়ে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত গ্রাহকদের। তবে এবার রিলায়েন্স জিও ১৮৯ টাকার এমন একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যার দ্বারা উপকৃত হবেন লক্ষ লক্ষ উপভোক্তা। এমন অনেকেই রয়েছেন যারা খুব একটা মোবাইল ডেটা ব্যবহার করেন না। তবে ভারতের বাজারে বর্তমানে প্রায় প্রত্যেকটি টেলিকম অপারেটর ডেটা বেসড রিচার্জ প্ল্যান চালু করে রেখেছে।
আরোও পড়ুন : জাস্ট ২০ টাকা বিনিয়োগ করুন! কোটিপতি হবে আপনার সন্তান! অবাক লাগছে? দেখুন কীভাবে সম্ভব
এমন অবস্থায় প্রত্যেকটি টেলিকম অপারেটরকে ট্রাই নির্দেশ দিয়েছিল ভয়েস ওনলি রিচার্জ প্যাক লঞ্চ করার। সেই মোতাবেক জিও (Reliance Jio) নিয়ে এসেছে ১৮৯ টাকার রিচার্জ প্ল্যান। যারা ইন্টারনেট ব্যবহারের থেকে ফোন কলস বেশি করেন তাদের জন্য অত্যন্ত সহায়ক হতে পারে এই প্ল্যান। ১৮৯ টাকার এই রিচার্জ উপলব্ধ মাই জিও অ্যাপে।
আরোও পড়ুন : মাত্র একটা শটেই রেকর্ড! প্রোমোতেই বড় দাঁও মারল জি এর সিরিয়ালের প্রোডাকশন
১৮৯ টাকার রিচার্জে জিও গ্রাহকরা পেয়ে যাবেন ২৮ দিনের ভ্যালিডিটি। তার সাথে থাকবে আনলিমিটেড ফোন কলস ও ২ জিবি হাইস্পিড ইন্টারনেট ব্যবহারের সুযোগ। ২ জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পর প্রয়োজন অনুযায়ী ডেটা বুস্টারের মাধ্যমে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ১৮৯ টাকার রিচার্জ প্যাকে জিও গ্রাহকরা ২ জিবি ডেটা মিলবে।
এছাড়াও, আনলিমিটেড ফোন কলসের পাশাপাশি পেয়ে যাবেন বিনামূল্যে ৩০০টি এসএমএস করার সুযোগও। My Jio অ্যাপে লগইন করে ভিজিট করতে হবে রিচার্জ সেকশনে। সেখান থেকে অ্যাফরডেবেলস প্যাক অপশনে গেলে ১৮৯ টাকার রিচার্জ প্ল্যান অপশন দেখতে পাবেন। UPI, ডেবিড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে সম্পন্ন করতে পারেন রিচার্জ প্রক্রিয়া।