বাংলাহান্ট ডেস্ক : ভারতের টেলিকম সেক্টরে রিলায়েন্স জিও (Reliance Jio) বর্তমানে হয়ে উঠেছে অপ্রতিরোধ্য এক নাম। গ্রাহক সংখ্যার নিরিখে বর্তমানে ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর জিও। একের পর এক সাশ্রয়ী রিচার্জ প্যাক ও অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধনে গ্রাহকদের মন জিতে নিতে খুব একটা সমস্যা হয়নি মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থার।
দুর্দান্ত পরিষেবা আনল রিলায়েন্স জিও (Reliance Jio)
তবে এবার কোটি কোটি গ্রাহকের জন্য জিও নিয়ে আসল বিনামূল্যে এক পরিষেবা। জিও (Reliance Jio) গ্রাহকরা কোনও রকম অর্থ মূল্য ছাড়াই ব্যবহার করতে পারবেন জিওর এই বিশেষ পরিষেবাটি। জিওর তরফে কোটি কোটি গ্রাহককে বিনামূল্যে দেওয়া হচ্ছে জিও এআই ক্লাউড স্টোরেজ সুবিধা। প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকরা অতিরিক্ত চার্জ ছাড়াই ব্যবহার করতে পারবেন ক্লাউড স্টোরেজের সুবিধা।
আরও পড়ুন : বড় খবর! সোনা-রুপোর দামে এবার ঘটল পতন, ১০ গ্রাম কিনতে গেলে করতে হবে এত খরচ
জিও গত বছর কিছু নির্বাচিত গ্রাহককে বিনামূল্যে AI বৈশিষ্ট্য সহ ১০০ জিবি AI ক্লাউড স্টোরেজের সুবিধা প্রদান শুরু করে। এবার জিওর তরফে সব গ্রাহকদের জন্যই খুলে দেওয়া হল ক্লাউড স্টোরেজ পরিষেবার দরজা। যে গ্রাহকরা ২৯৯ টাকা বা তার বেশি মূল্যের প্রিপেইড প্ল্যান দিয়ে রিচার্জ করবেন তারাই AI ক্লাউড স্টোরেজের সুবিধা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে।
আরও পড়ুন : ‘ধাপ্পাবাজ, চিটিংবাজ সরকার’! ‘ডেডলাইন’ বেঁধে রাজ্যকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর! তোলপাড় বাংলা
অন্যদিকে, ৩৪৯ টাকা, ৪৪৯ টাকা, ৬৪৯ টাকা, ৭৪৯ টাকা এবং ১৫৪৯ টাকার প্ল্যানের পোস্টপেইড ব্যবহারকারীরা পাবেন বিনামূল্যে AI ক্লাউড স্টোরেজ ব্যবহারের সুযোগ। ক্লাউড ভিত্তিক এই স্টোরেজ পরিষেবা আগামীদিনে অত্যন্ত সহায়ক হয়ে উঠতে চলেছে কোটি কোটি গ্রাহকের কাছে। ফোন মেমোরি ব্যবহার না করেই, AI ক্লাউড স্টোরেজে গ্রাহকরা ভার্চুয়ালি সংরক্ষণ করে রাখতে পারবেন ছবি, ভিডিও বা যেকোনও নথি।
ফোন হারিয়ে গেলে বা খারাপ হলেও তার প্রভাব পড়বে না গ্রাহকের ওপর। ডিজিটালি সংরক্ষিত ছবি, ভিডিও বা নথি যেকোনও সময়ে যেকোনও ডিভাইস থেকে অ্যাক্সেস করা যাবে খুব সহজেই। বেশ কিছু সংস্থা ক্লাউড স্টোরেজ ব্যবহারের ক্ষেত্রে চার্জ নিয়ে থাকে ব্যবহারকারীদের থেকে। তবে রিলায়েন্স জানিয়েছে, তাদের প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকরা ৫০ জিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজ ব্যবহারের সুযোগ পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।