নতুন বছরের আগেই বড় চমক Jio-র! একাধিক শহরে শুরু হল 5G পরিষেবা, আপনার এলাকায় চলছে?

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের অক্টোবর মাসে 5G পরিষেবা লঞ্চ করেছিল Reliance Jio। পাশাপাশি, Airtel-ও ইতিমধ্যেই 5G পরিষেবা শুরু করেছে। এদিকে, Jio ক্রমশ তার True 5G পরিষেবা দেশজুড়ে প্রসারিত করছে। নতুন নতুন শহরে এই পরিষেবা শুরু করছে সংস্থাটি। এমতাবস্থায়, বর্তমানে Jio True 5G পরিষেবা দেশের একাধিক শহরে চালু হয়েছে।

এদিকে, Jio True 5G এখন অন্ধ্রপ্রদেশেও লঞ্চ হয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের তিরুমালা, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এবং গুন্টুরে এই পরিষেবা চালু করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী গুদিভাদা অমরনাথ (Gudivada Amarnath) এবং মুখ্য সচিব কে এস জওহর রেড্ডি (KS Jawahar Reddy) এটি চালু করেন।

   

এর পাশাপাশি Jio True 5G পরিচালিত Wi-Fi-ও ইতিমধ্যেই সামনে এসেছে। এই প্রসঙ্গে সংস্থা সূত্রে জানা গিয়েছে যে, Jio-র 5G পরিষেবার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা, Jio কমিউনিটি ক্লিনিক মেডিক্যাল কিট ও Jio Glass-এ একাধিক সুবিধা পাওয়া যাবে।

এছাড়াও সংস্থাটি আরও জানিয়েছে, এটি অন্ধ্রপ্রদেশে বসবাসকারী মানুষের জীবনে একাধিক পরিবর্তন আনবে। এই লঞ্চ সম্পর্কে জানানো হয়েছে যে, Jio True 5G রিয়েল টাইমে মানুষ এবং সরকারকে সংযুক্ত করার সুবিধা প্রদান করবে। এর মাধ্যমে সরকারি স্কিমগুলিকেও ভালোভাবে লাগু করা সম্ভব।

প্রসঙ্গত উল্লেখ্য, Jio True 5G ব্যবহার করার জন্য আপনাকে কোনো সিম আপগ্রেড করতে হবে না। বরং, এর পরিবর্তে আপনি শুধুমাত্র পুরোনো সিম দিয়ে এই পরিষেবাটি ব্যবহার করতে পারেন। তবে সেজন্য আপনার অবশ্যই 5G সাপোর্ট করে এমন হ্যান্ডসেট থাকতে হবে।

JIO 5G 1

এদিকে, Jio বর্তমানে 5G-র জন্য কোনো প্রিপেইড প্ল্যান গ্রাহকদের জন্য লঞ্চ করেনি। এমতাবস্থায়, আপাতত এটি শুধুমাত্র পুরোনো 4G প্ল্যানের সাথে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও, সংস্থার তরফে বর্তমানে Jio Welcome Offer-এর সাথে ব্যবহারকারীদের আনলিমিটেড ডেটা এবং ভয়েস কলিংয়ের সুবিধাও প্রদান করা হচ্ছে।

ad2
Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর