এবার AI-এর দুনিয়ায় ধামাকা Reliance-এর! লঞ্চ হল Jio Brain, লক্ষ লক্ষ মানুষের কাজ হবে সহজ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা হিসেবে বিবেচিত হচ্ছে Reliance Jio। অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় অল্প সময়ের মধ্যেই Reliance Jio তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। তবে, এখনও পর্যন্ত Reliance Jio তার সস্তা প্রিপেইড, পোস্টপেইড এবং ব্রডব্যান্ড পরিষেবাগুলির জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তবে, এবার একটি অবাক করা তথ্য সামনে এসেছে।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার সংস্থাটি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ Artificial Intelligence-এর জগতেও বড় ধামাকার জন্য প্রস্তুত। জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই Jio তাদের প্রথম AI প্ল্যাটফর্ম Jio Brain লঞ্চ করেছে। Jio-র তরফে এটির নাম দেওয়া হয়েছে Jio Brain। Jio-র এই প্ল্যাটফর্ম থেকে একাধিক সেক্টর দারুণ সাহায্য পেতে চলেছে। উল্লেখ্য যে, Jio Brain হল একটি 5G ইন্টিগ্রেটেড মেশিন লার্নিং এবং Artificial Intelligence প্ল্যাটফর্ম। Jio-র এই AI প্ল্যাটফর্মটি মূলত এন্টারপ্রাইজগুলির জন্য কাজ করবে। তার মানে Jio এখন শুধু সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়। বরং কোম্পানিগুলিও এটি ব্যবহার করতে সক্ষম হবে।

Reliance launched AI platform Jio Brain Jio Brain 5G ইন্টিগ্রেটেড সার্ভিসের সাথে উপলব্ধ হয় এবং এটি এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, টেলিকম নেটওয়ার্ক এবং IT শিল্পগুলিকে তাদের নিয়মিত ক্রিয়াকলাপে AI টুল এবং মেশিন লার্নিংকে আরও ভালোভাবে ব্যবহার করতে সহায়তা করবে। সহজ কথায়, Jio Brain কোম্পানিগুলিকে বলবে কিভাবে তাদের কাজে AI টুল ব্যবহার করতে হয়।

আরও পড়ুন: চেয়েও মিলল না! এই তারকা ফুটবলারকে কেড়ে নিল বেঙ্গালুরু, বড় ধাক্কা লাল-হলুদ শিবিরে

মেশিন লার্নিং কাস্টমাইজ করতে সক্ষম হবে: জানিয়ে রাখি যে, Jio Brain একটি বড় ল্যাঙ্গুয়েজ মডেল সার্ভিস সরবরাহ করবে, যেটি বিভিন্ন ইন্ডাস্ট্রিজের কোম্পানিগুলিকে জেনারেটিভ AI ফিচার্সের সুবিধা নিতে ব্যবহার করতে পারে। Jio Brain-এর 500 টি REST API-এর পাশাপাশি ডেটা API রয়েছে। যার সাহায্যে কোম্পানিগুলি তাদের প্রয়োজন অনুযায়ী মেশিন লার্নিং পরিষেবাকে সহজেই কাস্টমাইজ করতে সক্ষম হবে।

আরও পড়ুন: iPhone থেকে Samsung! কমতে পারে ভারতে তৈরি স্মার্টফোনের দাম, বাজেটের আগেই বড় উপহার কেন্দ্রের

কোম্পানির আধিকারিকরা কি জানিয়েছেন: এই প্রসঙ্গে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট আয়ুশ ভাটনাগর LinkedIn-এ AI প্ল্যাটফর্ম Jio Brain সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন। আয়ুশ ভাটনাগরের মতে, কোম্পানি ৩ বছরের কঠোর পরিশ্রমের পর Jio Brain তৈরি করেছে। এটি তৈরিতে কয়েকশ ইঞ্জিনিয়ার জড়িত ছিলেন। তিনি জানান, Jio Brain হল ইন্ডাস্ট্রির প্রথম 5G ইন্টিগ্রেটেড মেশিন লার্নিং প্ল্যাটফর্ম।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর