ক্যাম্পার পর এবার এলিফ্যান্ট, কোক-পেপসিকে চ্যালেঞ্জের মুখে ফেলবে মুকেশ আম্বানির নতুন পানীয়

বাংলাহান্ট ডেস্ক : রিলায়েন্স মানেই আন্তর্জাতিক মানের পণ্য সস্তায় গ্রাহকের ঘরে পৌঁছে যাওয়া। এবার ভারতের বাজারে নতুন পানীয় আনতে চলেছে Reliance Consumer Products, Reliance Retail-এর FMCG শাখা। শ্রীলঙ্কার পানীয় কোম্পানি এলিফ্যান্ট হাউসের সাথে এই ব্যাপারে হাত মিলিয়েছে রিলায়েন্স।

বুধবার এই কথা জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। একটি বিজ্ঞপ্তিতে রিলায়েন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, রিলায়েন্স কনজিউমার ভারতে এলিফ্যান্ট হাউস ব্র্যান্ডের অধীনে পানীয় তৈরি, বাজারজাত, বিতরণ এবং বিক্রি করবে। প্রসঙ্গত, ক্যাম্পা, সোসিও হাজুরি, অ্যালানস বুগলস, মাস্তি ওয়ে এবং মালিবানের মতো ব্র্যান্ড রয়েছে রিলায়েন্স কনজিউমারের FMCG পোর্টফোলিওতে।

   

আরোও পড়ুন : পার্থ, জ্যোতিপ্রিয় অতীত! এবার ED-র র‍্যাডারে মন্ত্রী অরূপ বিশ্বাস, তদন্তকারীদের তলব আসতেই জল্পনা

সিলন কোল্ড স্টোর PLC-এর মালিকানাধীন একটি ব্র্যান্ড এলিফ্যান্ট হাউস। জন কিলস হোল্ডিংস পিএলসি-এর একটি সহায়ক প্রতিষ্ঠান এটি। জানা গেছে, এলিফ্যান্ট হাউসের অধীনে রিলায়েন্স নেক্টো, ক্রিম সোডা, ইজিবি (জিঞ্জার বিয়ার), কমলা বার্লি এবং লেমনেড সহ বিভিন্ন পানীয় তৈরি করবে।

reliance1 1709121349

রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টসের সিইও কেতন মোদি বলেছেন, “এলিফ্যান্ট হাউস হল একটি আইকনিক ব্র্যান্ড যার একটি  ঐতিহ্য রয়েছে৷ এটির শক্তিশালী বাজার বিশ্বাসযোগ্যতা রয়েছে। এই অংশীদারিত্বের ফলে জনপ্রিয় পানীয় ব্র্যান্ডটি আমাদের FMCG পোর্টফোলিওতে যুক্ত হবে। এর সাথে আমরা আমাদের ভারতীয় গ্রাহকদের মানসম্পন্ন পণ্যের মাধ্যমে পণ্য সরবরাহ করব।”

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর