রতন টাটাকে চ্যালেঞ্জ ইশা আম্বানির! বিখ্যাত এই বিদেশী সংস্থার সাথে গাঁটছড়া বাঁধল রিলায়েন্স

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ভারতের বাজারে রিলায়েন্স ও টাটা দুটি জনপ্রিয় সংস্থা। রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি সর্বদা তার ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য খবরের হেডলাইন্সে থাকেন। অন্যদিকে রতন টাটা (Ratan Tata) তার সুদক্ষ পরিচালনায় টাটা গ্রুপকে নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায়। কিন্তু এবার সরাসরি রতন টাটাকে চ্যালেঞ্জ জানিয়ে বসলেন মুকেশ কন্যা ইশা আম্বানি (Isha Ambani)।

ভারতে রিলায়েন্স রিটেলের দেখাশোনার দায়িত্ব রয়েছে মুকেশ কন্যা ইশা আম্বানির উপর। সম্প্রতি রিলায়েন্সের এই সংস্থা চুক্তি করেছে বিখ্যাত ব্রিটিশ কফি এবং স্যান্ডউইচ চেইন প্রিট এ ম্যাঞ্জারের সাথে। এর ফলে ভারতে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে চলেছে টাটা গ্রুপের স্টারবাকস ইন্ডিয়া। ব্রিটিশ কফি এবং স্যান্ডউইচ চেইন প্রিট এ ম্যাঞ্জার এর সাথে রিলায়েন্সের চুক্তির পর ভারতে ইশা তাদের প্রথম স্টোর খোলেন।

ম্যাঞ্জারের দশটি স্টোর ভারতে খোলার জন্য চুক্তিবদ্ধ হয়েছে রিলায়েন্স। বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে চা ও কফি সম্বন্ধে আগ্রহের জন্য আম্বানি গোষ্ঠী ভারতে তাদের এই ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। রিলায়েন্সের এই নতুন পরিকল্পনায় দেশের খাদ্য ও পানীয় ইন্ডাস্ট্রি এক নতুন উচ্চতায় পৌঁছাবে। মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে (বিকেসি নামে পরিচিত) মেকার ম্যাক্সিটিতে প্রথম প্রিট এ ম্যাঞ্জার স্টোর খোলা হয়েছে।

1913287 ratan tata

অন্যদিকে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি ও তার কন্যা ইশা আম্বানি জনপ্রিয় চীনা পোশাক অ্যাপ্লিকেশন শিনকেও ভারতে ফিরিয়ে আনছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১ সালে বেশ কিছু চীনা অ্যাপ ভারতে বন্ধ করে দেওয়া হয়। সেই সময় শিন কাজ করা বন্ধ করে দেয়। এরপর রিলায়েন্স নতুন ভাবে চুক্তি করে এই অ্যাপটি চালু করতে চলেছে দেশে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর