প্রেসিডেন্ট হিসাবে সৌরভ গাঙ্গুলির মেয়াদ বৃদ্ধি নিয়ে সুপ্রিমকোর্টের রায়ের আগেই স্বস্তি।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির মেয়াদ কি আর এক সপ্তাহ? ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে আবেদন করা হয়েছিল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং জয় শাহর মেয়াদ বাড়ানোর জন্য। এবার সেই আবেদনের রায় চলেছে সুপ্রিম কোর্ট। তার আগেই সুখবর এলো সৌরভ গাঙ্গুলীদের জন্য। আইপিএলে স্পট ফিক্সিং মামলার পিটিশনার আদিত্য বর্মা জানিয়ে দিলেন তার আইনজীবীরা আদালতে এই বিষয়ে কোনো প্রকার বক্তব্য রাখবেন না। অর্থাৎ প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গাঙ্গুলীর মেয়াদ বৃদ্ধিতে তাদের কোন আপত্তি নেই।

সৌরভদের মেয়াদ বাড়ানোর বিষয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে। জানা গিয়েছে এই মামলার রায়ও আজকেই জানিয়ে দিতে পারে সুপ্রিম কোর্ট। লোধা কমিটির সুপারিশ অনুযায়ী রাজ্য বোর্ড এবং বিসিসিআই মিলে কোন ব্যক্তি ছয় বছরের বেশি পদে থাকতে পারবেন না।

677624370cc48d7bbc0995ba02aafa2cd9d89d1714284bf1a6230b7142b687f8220037ed

সেই নিয়ম অনুযায়ী আগেই মেয়াদ শেষ হয়ে গিয়েছে জয় শাহর। অপরদিকে আগামী সপ্তাহেই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে সৌরভ গাঙ্গুলির। কিন্তু বিসিসিআই চাইছে সৌরভ গাঙ্গুলি এবং জয় শাহ একটানা ছয় বছর পদে থাকুক। বিসিসিআই এর কাছে স্বস্তির খবর আদিত্য বর্মার এই ব্যাপারে কোন প্রকার আপত্তি নেই, তিনিও চান বিসিসিআই প্রেসিডেন্ট হিসাবে সৌরভ গাঙ্গুলিই থাকুক।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর