ধর্ম টর্ম ঘোড়ার ডিম,আল্লাহ, ভগবানের অস্তিত্ব নেই: বিতর্কিত মন্তব্য তসলিমার

বাংলাহান্ট ডেস্কঃ আবারও বিতর্কিত মন্তব্য করে ঝড় তুললেন তসলিমা নাসরিন (Taslima Nasrin)।বরাবরই তিনি সবার থেকে আলাদা। আর  বিতর্কিত মন্তব্য করতে ভালোবাসেন।  ”এসব ধর্ম টর্ম ঘোড়ার ডিম— আল্লাহ, ঈশ্বর-ভগবানের অস্তিত্ব নেই”! শনিবার তিনি তার ফেসবুক পোষ্টে একথাই লিখেছেন।

লেখিকা তসলিমা নাসরিন ফেসবুকে লেখেন, “আমি যখন রান্না করি, বাসন মাজি, ঘর দোর পরিস্কার করি, তখন অসহ্য নৈঃশব্দকে ভেংগে টুকরো করার জন্য ব্লুটুথের স্পিকারে জোরে গান চালিয়ে দিই। আজ শচীন দেববর্মণের পুরোনো বাংলা গানগুলো শুনেছি। তখনও কর্তার গান বাজছে, যখন বাংলাদেশের খবরে জনসমুদ্রের ছবি দেখলাম! লক্ষ টুপিওয়ালা কোনও এক মোল্লার জানাজায় যোগ দিয়েছে। বাংলাদেশে তো লকডাউন চলছে। তাহলে! তাতে কিছু যায় আসে না ওদের! ব্রাহ্মণবাড়িয়ার লোক ওরা। আহ ব্রাহ্মণবাড়িয়ায় তো জন্মেছিলেন শচীন দেববর্মণ! বাংলা মায়ের কোল আর বাংলা মায়ের ঢোলের জন্য কী আকুলতাই না তাঁর ছিল! কী রূপ দেখি আজ সেই বাংলার!”

taslima nasrin

লেখিকার এই মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে। আর এই তাতে লাইক সংখ্যাটাও কম নয়।


সম্পর্কিত খবর