বাংলাহান্ট ডেস্ক: দাঁতের বা মাড়ির সমস্যা কোনও নতুন ব্যাপার নয়। মাঝে মাঝেই দাঁতের সমস্যায় পড়তে হয় বহু মানুষকে। মাড়ি ফুললে খেতে যেমন কষ্ট হয় তেমনই একটু চাপ লাগলেই রক্তক্ষরণ হতে পারে মাড়ি থেকে। তাই দাঁত ও মাড়ি দুইয়েরই যত্ন নেওয়া খুব জরুরি। তার আগে জানা দরকার কী কী কারনে মাড়ি ফোলে। মাড়ি ফোলার বিভিন্ন কারন হতে পারে। দাঁতের অযত্ন, পরিষ্কার না রাখা, মুখের ভেতরে সংক্রমণ, অপুষ্টি অনেক কারনেই মাড়ি ফুলতে পারে। জেনে নিন কীভাবে দাঁত ও মাড়ির য্ত্ন নেওয়া যেতে পারে।
আদা- আদার ঔষধি গুনের কথা অনেকেই জানেন। বহুদিন ধরে ব্যাকটেরিয়ার সংক্রমণ এড়ানোর জন্য আদার ব্যবহার হয়ে আসছে। নতুন করে ব্যাকটেরিয়ার সংক্রমণও এড়ানোর জন্যও আদা খুব ভাল।
লবঙ্গ- লবঙ্গ যে দাঁতের সমস্যায় খুব ভাল কাজ করে তা সকলেই জানেন। লবঙ্গ দাঁতের ব্যথায় সবথেকে বেশি কার্যকরী।
নুন জল- নুন জল ব্যাকটেরিয়া সংক্রমণের খুব ভাল প্রতিরোধ করে। তাই মাড়ি ফুললে বারবার নুন জল দিয়ে কুলকুচি করলে খুব ভাল উপকার পাওয়া যায়।
ক্যাস্টর ওয়েল- চুলের পাশাপাশি দাঁতের জন্যও খুব উপকারী ক্যাস্টর ওয়েল।
লেবুর জল- দাঁত মাজার আগে লেবুর জল দিয়ে কুলকুচি করলে দাঁতের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।
টি ট্রি অয়েল- মাড়ির গোড়ায় টি ট্রি অয়েল দিয়ে মালিশ করলে ফোলা ও ব্যাথা কমে।
সরষের তেল- সরষের তেলে ব্যথা কমানোর উপাদান রয়েছে। এই তেল দিয়ে দাঁতের মাড়িতে মালিশ করলেও ব্যথার উপশম হয়।