প্রতি মঙ্গলবার স্মরণ করুন পবনপুত্র হনুমানকে, জীবন হবে সুন্দর এবং সম্পূর্ণ

বাংলাহান্ট ডেস্কঃ পবন পুত্র হনুমান (hanuman)। দেবতা হনুমানকে পবনপুত্র বলা হলেও, আসলে কিন্তু হনুমানজি হলেন মাতা অঞ্জনি এবং পিতা কেশরীর বড় আদরের সন্তান। সংকটকালে মহাবলি হনুমানকে স্মরণ করলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় বলেও মনে করা হয়।

মঙ্গলবার দিনটিকে পবনপুত্র হনুমানের দিন হিসাবে ধার্য করা হয়েছে। তবে আপনি অন্যান্য দিনই হনুমান দেবের উপাসনা করতে পারেন। তবে হনুমানজির সেবার মধ্যে দিয়েই জীবনের সমস্ত বাসনা পূর্ণ হয়।

BEST EDITED DSC00302 1

বজরঙ্গবলির কৃপায় জীবনের সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে, জীবন সুন্দর এবং সম্পূর্ণ হয়।

পুরাণ মতে, শনিদেব এবং হনুমানজি ছোটবেলাকার বন্ধু ছিলেন। তাই শনিদেবের রোষানল থেকে বাঁচতে হনুমানজিকে স্মরণ করলে, দুঃসময় কাটিয়ে ওঠা যায়।

hanuman 2

রামায়ণে মা সীতাকে উদ্ধারের ঘটনায় হনুমানের ভূমিকা অপরিসীম। বানর রাজা সুগ্রীবের সঙ্গে রামচন্দ্রের পরিচয় করিয়ে দেওয়া থেকে, রামসেতু নির্মানে সাহায্য করা। তারপর প্রতিটি পদক্ষেপে রামভক্ত হয়ে ভগবান শ্রীরামচন্দ্রকে লঙ্কা জয়ে সাহায্য করা- সবকিছুতেই হনুমানজির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

Hanuman Chalisa lyrics in Bengali

একনিষ্ঠ ভাবে হনুমানজিকে স্মরণ করলে, জীবনের সমস্ত বাঁধা বিপত্তি দূর হয়ে যায়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর