বাংলাহান্ট ডেস্কঃ সংসারে সুখ শান্তি, ধন সম্পদ ঐশ্বর্য্য কে না চায়, সকলেই চায় সুখী হতে। মা লক্ষ্মী (lakshmi) হলেন সুখ শান্তি এবং ঐশ্বর্য্যের দেবী। তাই মা লক্ষ্মীকে যদি সন্তুষ্ট রাখা যায়, সেই সংসারে সদা সুখ শান্তি ঐশ্বর্য্য বিরাজমান।
মা লক্ষ্মীর কৃপায় মানুষের অর্থ কষ্ট দূর হয়ে যায়। মধ্যবিত্তের সংসারের সবথেকে বড় সমস্যা অর্থ কষ্ট দূর হয়ে যাবে, মা লক্ষ্মীকে একাগ্র চিত্তে স্মরণ করলে। মায়ের কৃপায় সংসারে সুখ শান্তি বিরাজ করে।
অনেকেই প্রতি বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর পুজো করেন। বৃহস্পতিবার সকালে স্নান সেরে, শুদ্ধ চিত্তে অনেকেই মাকে স্মরণ করেন। মায়ের কৃপায় মানুষের জীবন আরও সুন্দর এবং সমৃদ্ধ হয়ে ওঠে। প্রতিটি গৃহস্থের বড়িতে, এমনকি দোকানেও মা লক্ষ্মীর আরাধনা করা হয়।
প্রতি বৃহস্পতিবার মায়ের আরাধনা করার সঙ্গে সঙ্গে অনেকে আবার পাঁচালিও পড়েন। সেক্ষেত্রে মায়ের আশির্বাদ সর্বোতভাবে সেই পরিবারের উপর বর্তায়। মা লক্ষ্মী খুবই চঞ্চলা। তবে সে পরিবারে একবার মা বিরাজ করে, সেস্থান ছেড়ে সহজে মা অন্য কোথাও যান না।