বিশেষ এই উপায়ে স্মরণ করুন শনিদেবকে, পাবেন মুক্তির উপায়

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ হিন্দুদের ১৩৩ কোটি দেব দেবীর মধ্যে শনিদেব (Shanidev) হলেন এক অন্যতম দেবতা। তাঁর রোষের হাত থেকে বাঁচার জন্য হিন্দুরা তাঁর পূজা করে থাকেন। মানুষের জীবনে যখন কোন খারাপ মুহুর্ত আসে, তখন বলা হয় তার উপর শনির দৃষ্টি পড়েছে। তাই তার জীবনে কোন উন্নতি হচ্ছে না।

Follow this special rule on Saturday to save yourself from the wrath of Shani dev

সূর্যদেব ও তার পত্নী ছায়াদেবীর পুত্র তিনি, এজন্য তাকে ‘ছায়াপুত্র’-ও বলা হয়। শনিদেব, মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা। এবং তিনি সূর্যদেব এবং মাতা সংজ্ঞার পুত্র এবং কন্যা যমদেব ও যমুনা দেবীর অনুজ ভ্রাতা। অন্যান্য দেব দেবীর মটি শনিদেবের কিন্তু একজন বাহন রয়েছেন। যার পিঠে চড়ে তিনি দেবলোকের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। শনিদেবের বাহন কাক, তাঁর এক বন্ধুর মতই ছিলেন।

তবে জগত সংসারে শনির কুদৃষ্টি থেকে মুক্তি পাবেন কিভাবে? আসুন সেই মুক্তির উপায়ই জেনে নেওয়া যাক।

শনিবার যদি আপনি অরহর ডাল দান করেন, তাহলে আপনার জীবনে সুখ শান্তি বিরাজ করবে। আর যদি পারেন তো কিছুটা অরহর ডাল পকেটেও রাখতে পারেন। তাতে আপনার অনেক মঙ্গল হবে।

শনিদেব কালো এবং নীল রঙ খুবই পছন্দ করেন। তাই শনিদেবের পূজোর সময় পুস্পের সাথে কিছু নীল ফুল রাখুন, তাহলেও দেবতা আপনার উপর সন্তুষ্ট হবেন।

বিশেষত মহিলারা চোখে কাজল পড়তে পারেন। কাজল যেহেতু চোখ ভালো থাকে, তাই এতে কোন ক্ষতির সম্ভাবনা নেই।

শনিদেব তিল খুব পছন্দ করেন। তাই শনিবার করে তিল দান করা বা মানিব্যাগে রাখলে শনিদেব প্রসন্ন হবে।

লোহা বা কাঁচের গুলিও আপনি আপনার কাছে রাখতে পারেন। তাতে করে শনি এবং রাহু উভয়ের অশুভ প্রভাব থেকে মুক্তি পেয়ে যাবেন।

সর্ষের তেল শনিদেবের আরও একটি প্রিয় দ্রব্য। শনিদেবের পূজার সময় সর্ষের তেল নিবেদন করলে শনিদেব সন্তুষ্ট হবেন।

সম্পর্কিত খবর

X