Bangla Hunt Desk: এই মুহুর্তে করোনা ভাইরাস ( corona virus) সংক্রমণে বিপর্যস্ত গোটা ভারতের (india) অর্থনীতি। দেশের এক বিরাট অংশের মানুষ কাজ হারিয়েছেন। করোনা লকডাউন এর চতুর্থ দফায় বেশ কিছু অঞ্চলে ব্যবসায় ছাড় দেওয়া হয়েছে। এই অবস্থায় যারা নতুন ব্যবসা বা পুরোনো ব্যবসা আবার চালু করতে চান, তারা মাথায় রাখুন এই বিষয়গুলি, এই বিষয় গুলি মাথায় রেখে আপনার ব্যবসায় ( business) পরিবর্তন করলে এই দারুন সংকটেও ব্যবসা করে লাভবান হতে পারবেন আপনি.
প্রথমতঃ করোনা অতিমারি এক্ষুনি থামছে না। বহুদিন সাধারণ মানুষকে গৃহবন্দী থাকতে হয়েছে। প্রাদুর্ভাব বাড়লে আরো থাকতে হবে। ফলে প্রতিদিনই মানুষের স্ট্রেস বাড়ছে৷ আপনি যদি আপনার ব্যবসার মধ্য দিয়ে এই স্ট্রেস থেকে মানুষকে মুক্তি দিতে পারেন তবে আপনার ব্যবসা খুব দ্রুত উন্নতি করবে৷
দ্বিতীয়তঃ এই মুহুর্তে গণপরিবহন খুবই কম৷ আপনার পরিষেবা মানুষের বাড়ি পর্যন্ত পৌঁছে দিলে মানুষ আপনার কাছ থেকে পণ্য কিনতে আগ্রহী হবে।
তৃতীয়তঃ আপনার দোকানটি ভাইরাস থেকে সুরক্ষিত বা আপনি যে পণ্য পৌঁছে দিচ্ছেন তা থেকে কোনো ভাবেই সংক্রমণ ছড়াবে না তা নিশ্চিত করুন এবং আপনার গ্রাহকের মনে সুরক্ষার বিষয়টিকে বদ্ধমূল করুন৷
চতুর্থতঃ এই মুহুর্তে বেশ কিছু ব্যবসায় সরকার নানা সুযোগ সুবিধা সহকারে লোন দিচ্ছে। চেষ্টা করুন সরকারের এই লোন গ্রহন করে তা সঠিক পরিকল্পনার সাথে কাজে লাগিয়ে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে। মনে রাখবেন সঠিক পরিকল্পনাই ব্যবসায় সাফল্যের মূল চাবিকাঠি