বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মঙ্গলবার লোকসভায় জম্মু কাশ্মীর রাজ্যের পুনর্গঠন এবং জম্মু কাশ্মীর আর লাদাখকে কেন্দ্র শাসিত রাজ্য করার এবং ৩৭০ ধারা কে খতম করার প্রস্তাব পেশ করে। অমিত শাহ-এর প্রস্তাব পেশ এর পর সংসদে এই বিল নিয়ে জোর হাঙ্গামা হয়। কংগ্রেস কেন্দ্র সরকারের উপর অভিযোগ এনে বলে, কেন্দ্র সরকার নিয়ম না মেনে রাতারাতি একটি সম্পূর্ণ রাজ্যকে কেন্দ্র শাসিত রাজ্য বানিয়ে দিলো। শাসক দল এবং বিরোধী দল এই নিয়ে নিজেদের পক্ষ লোকসভায় রাখে। লোকসভায় অনেকক্ষণ ধরে তর্ক-বিতর্ক চলার পর কাশ্মীর পুনর্গঠন বিল পাশ হয়। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বিরোধীদের জবাব দেওয়ার পর এই নিয়ে ভোট হয়, আর এই বিলের পক্ষে ৩৬৬ এবং বিপক্ষে শুধুমাত্র ৬৬ টি ভোট পড়ে।
বিল পেশের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, পণ্ডিত নেহেরু যদি সেনাকে মুক্তহস্ত দিত, তাহলে আজ পাক অধিকৃত কাশ্মীরও ভারতের অংশ হত। আমরা হুরিয়ত নেতাদের সাথে চর্চায় বসতে চাই, যদি উপত্যকার মানুষের মধ্যে এখনো কোন আশঙ্কা থাকে, তাহলে অবশ্যই এই ব্যাপার নিয়ে চর্চা করব। আমরা তাঁদের বুকে টেনে নেব।
পরিস্থিতি স্বাভাবিক হতেই জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্য করে দেওয়া হবে। এই নিয়ে আমাদের সরকারের কোন সমস্যা নেই। উচিত সময় আসতে আসতে ৭০ বছর লেগে গেলো, ৭০ বছর একই রাস্তা ধরে চলে আমরা কি পেলাম? পাকিস্তান কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী দের ইন্ধন যোগাচ্ছে। আমরা ঐতিহাসিক ভুল করছি না, আমরা ভুল শুধরে দিচ্ছি।