অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের পর রবি শাস্ত্রীকে সরানো নিয়ে সরব হলেন নেটিজেনরা

বাংলা হান্ট ডেস্কঃ অস্ট্রেলিয়া ও ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরেই সিরিজ হাতছাড়া করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। ভারতীয় দলের খারাপ পারফরম্যান্সের পরে অনেকেই অধিনায়ক কোহলির অধিনায়কত্ব নিয়ে সমালোচনা করেছেন। অনেকে দাবি করেছেন কোহলির বদলে সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক করা হোক রোহিত শর্মাকে। তবে আপাতত কোহলি-রোহিত বিতর্ককে এই মুহূর্তে কিছুটা পাশে রেখে সবার আগে হেডকোচ রবি শাস্ত্রীকে সরানোর জোর দাবি তুলেছেন নেটিজেনরা।

এবার অস্ট্রেলিয়া সফরের শুরু থেকেই সময়টা একদম ভালো যাচ্ছে না ভারতীয় দলের জন্য। সিরিজ শুরু হওয়ার আগেই রোহিত শর্মার চোট নিয়ে বিতর্ক তারপর সিরিজের পরপর দুটি ম্যাচে হার ভারতের। আর এতেই চটেছেন নেটিজেনরা। তাদের দাবি ভারতীয় দলের সীমিত ওভারের ক্রিকেটে কে অধিনায়ক হবে কোহলি নাকি রোহিত? সেই নিয়ে আলোচনা পরে হবে, আগে ভারতের হেড কোচের পদ থেকে সরানো রবি শাস্ত্রীকে।

Screenshot 2019 10 21 at 11.25.27 PM 768x453 1

প্রাক্তন ক্রিকেটার সহ বেশকিছু ক্রিকেট বিশেষজ্ঞ অধিনায়ক বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তবে সিরিজ হারের দায় দলের বোলারদের উপর চাপিয়েছেন অধিনায়ক কোহলি কারন সামি ছাড়া এই সিরিজে বাকি সব বোলাররাই ব্যর্থ। তার ফলে প্রত্যেক ম্যাচের 400 এর কাছাকাছি রান তুলছিল অজি ব্যাটসম্যানরা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর