বাংলা হান্ট ডেস্ক: ভারতের তারকা ক্রিকেটারদের মধ্যে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। শুধু তাই নয়, ইতিমধ্যেই দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব ক্রিকেটেও তাঁর নাম ছড়িয়ে পড়েছে। এদিকে, এবার এমন একটি আপডেট সামনে এসেছে যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এবার রিঙ্কুর জন্য দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট মাঠের সংস্কারের কাজ থমকে রয়েছে। শুধু তাই নয়, রিঙ্কু যতদিন না ওই দেশে যাচ্ছেন ততদিন এই সংস্কারের কাজ করা যাবে না বলেও জানা গিয়েছে।
চাই রিঙ্কুর (Rinku Singh) সই:
এমতাবস্থায়, এই বিষয়টি পড়ে অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি। জানিয়ে রাখি যে, ২০২৩ সালের শেষ দিকে ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল। সেখানে পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে T20 ম্যাচ খেলা হয়। আর ওই ম্যাচেই ৩৯ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন রিঙ্কু (Rinku Singh)। এদিকে, তাঁর মারা একটি বিশাল ছক্কা চলে গিয়েছিল এক্কেবারে মাঠের বাইরে। যেটি ভেঙে দিয়েছিল ওই স্টেডিয়ামে থাকা প্রেস বক্সের জানলার কাঁচ।
আর সেই ভাঙা জানলাই এখনও পর্যন্ত সেই ভাবে রেখে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট আধিকারিকরা। এদিকে, গত বছরের অগাস্ট মাসেই ঘূর্ণিঝড়ের প্রকোপে ওই স্টেডিয়ামের বিভিন্ন অংশ ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু, ওই ভাঙা জানলা নতুন করে ক্ষতির মুখে পড়েনি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই জানলাতে এখনও রীতিমতো হাত দেওয়া হয়নি। আসলে, সেখানে রিঙ্কুর (Rinku Singh) সইয়ের জন্য অপেক্ষা করছেন আধিকারিকরা।
আরও পড়ুন: প্রবল সঙ্কটে চিন! এবার এই দেশের সাথে গাঁটছড়া বেঁধে বাজিমাত করবে ভারত, মাথায় হাত জিনপিংয়ের
এমতাবস্থায়, KKR-এর তারকা ব্যাটার আবার যখন দক্ষিণ আফ্রিকায় যাবেন, সেই সময়ে তাঁকে (Rinku Singh) ডেকে ওই ভাঙা কাঁচে সই করানোর পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি সেটি সংরক্ষণ করতে চান পোর্ট এলিজাবেথের ক্রিকেট আধিকারিকরা। তারপরেই হয়তো বদল হবে জানলার কাঁচের।
আরও পড়ুন: ফের চমক ভারতীয় রেলের! তৈরি করল বিশ্বের সবথেকে শক্তিশালী হাইড্রোজেন ইঞ্জিন, এই রুটে হবে পরীক্ষা
কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল: বিষয়টির পরিপ্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ডেল স্টেন জানিয়েছেন, ‘‘সত্যিই রিঙ্কুর (Rinku Singh) ওই শটটা অবিশ্বাস্য ছিল। গ্রেম পোলক স্ট্যান্ডের প্রেস বক্সের কাঁচ ভেঙে ফেলার কারণে রিঙ্কু আন্তরিক ভাবে ক্ষমা চেয়েছিল।’’ এর পাশাপাশি মাঠের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক আধিকারিক জানান, ‘‘ওই জানলার কাঁচটা বদল করা সহজ নয়। কারণ, ওই জানলাটি মাটি থেকে অনেকটা উচুঁতে রয়েছে।” তিনিও জানান, রিঙ্কু এলে ওই কাঁচটিতে সই করবেন। আর সেই কারণেই সেখানে এখন হাত দেওয়া হচ্ছে না।