গাঁজা সেবনে বিশ্বের তৃতীয় স্থান দিল্লির, বলছে পরিসংখ্যান তথ্য

গাঁজা নিষিদ্ধ মাদক৷ মারণাত্মক এই মাদক সরবরাহ ও দেশে জাল বিস্তার বন্ধ করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করার সত্ত্বেও তা কিছুতেই প্রতিরোধ করা যাচ্ছে না৷ বিভিন্ন দিক থেকে বিভিন্ন মাধ্যমে গাঁজা পাচার করা হচ্ছে, সেই গাঁজা রমরমিয়ে সেবন করছেন আপামর জনগণ৷ গাঁজার রমরমা বন্ধ হয়েছে সাময়িক ভাবে তা মনে করা হলেও আসলে সেটি ভুল৷ কারণ গাঁজা সেবনের নিরিখে বিশ্বে তৃতীয় স্থান অধিকার করেছে দেশের রাজধানী শহর দিল্লি৷ বলছে পরিসংখ্যান তথ্য৷ তবে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করা আছে৷ এবং প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক৷ সম্প্রতি এবিসিডি নামে একটি সংস্থার রিপোর্ট থেকে এই তথ্য পাওয়ার পর রাজধানীর আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে৷

এমনিতেই দূষণের অতিরিক্ত মাত্রার দিকে এগিয়ে রয়েছে নয়া দিল্লি তার পর নিষিদ্ধ মাদক সেবনেও বিশ্বের প্রথম দিকে রয়েছে দিল্লি৷ এবিসিডি নামের ওই সংস্থার রিপোর্ট থেকে জানা গিয়েছে গত বছরে দিল্লিতে গাঁজা বিক্রি হয়েছে 38 হাজার 260 কেজি৷ দিল্লি ছাড়াও আমাদের দেশের মুম্বাইতেও গাঁজা সেবনের মারাত্মক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে তা বোঝা যাচ্ছে বিক্রির হিসেব দেখে৷ কারণ গত বছর গাঁজা বিক্রি হয়েছে 32.8 মেট্রিক টন৷ আর এই তথ্য প্রকাশ্যে আসার পর দেশের সমাজ বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে৷

বারবার মাদক সেবন এবং মাদক পাচার বেআইনি বলেই ঘোষণা করা হলেও তাতে যে কর্ণপাত করা হচ্ছে না তা প্রমাণিত৷ তবে এই প্রভাব যুব সম্প্রদায়ের ওপর ব্যাপক ভাবে পড়ার আশঙ্কা করছেন সমাজবিজ্ঞানীরা৷


সম্পর্কিত খবর