সব মাপকাঠিতেই সবার নীচে! দেশের মধ্যে ১৭ নম্বরে জায়গা হল পশ্চিমবঙ্গের!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : এসএসসি, মুর্শিদাবাদে ওয়াকফ হিংসার মতো একাধিক ইস্যুতে এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে চর্চায় রয়েছে পশ্চিমবঙ্গ (West Bengal)। তার মধ্যেই সাম্প্রতিক সমীক্ষায় আরোই কোণঠাসা হয়ে পড়ল বাংলা। বিচারব্যবস্থা, আইনি সহায়তা, পুলিশ, জেল এর মতো চারটি ক্ষেত্রে সমীক্ষায় বাংলার (West Bengal) অবস্থা বেশ শোচনীয়। কার্যত চারটি সমীক্ষাতেই সব রাজ্যের শেষে জায়গা হয়েছে পশ্চিমবঙ্গের। এমনকি কলকাতা হাইকোর্টের জায়গা হয়েছে ১৭ নম্বরে।

সব রাজ্যের মধ্যে সবথেকে নীচে পশ্চিমবঙ্গ (West Bengal)

টাটা ট্রাস্টের উদ্যোগে তৈরি ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট ২০২৫ প্রকাশ পেয়েছে সম্প্রতি। সেখানেই চারটি ক্ষেত্রে করা হয়েছে সমীক্ষা। বিচারব্যবস্থার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে বারেবারে সংবাদ শিরোনামে এসেছে পশ্চিমবঙ্গ (West Bengal)। দুর্নীতি ইস্যুতে একাধিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু এক একটি মামলা দীর্ঘদিন ধরে চলার কারণে সমীক্ষায় বাকি রাজ্যগুলির থেকে পিছিয়ে পড়েছে কলকাতা হাইকোর্ট। ১৮ টি হাইকোর্টের মধ্যে দেশের সবথেকে পুরনো হয়েও ১৭ নম্বরে জায়গা হয়েছে কলকাতা হাইকোর্টের।

Report shows West Bengal is at the lowest in india

দক্ষিণ ভারতের রাজ্যগুলি রয়েছে শীর্ষে: চারটি ক্ষেত্রে সমীক্ষায় প্রতিটিতেই তালিকার সবথেকে নীচে জায়গা হয়েছে পশ্চিমবঙ্গের (West Bengal)। অন্যদিকে দারুণ নম্বর পেয়ে প্রথম দিকে জায়গা করে নিয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি। চারটি ক্ষেত্রেই দেশের মধ্যে প্রথম স্থান দখল করে নিয়েছে কর্ণাটক। ২০২৫ এর রিপোর্ট অনুযায়ী, চারটি মাপকাঠিতেই সর্বাধিক নম্বর পেয়ে প্রথম চার স্থানে রয়েছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরল এবং তামিলনাড়ু।

আরও পড়ুন : বিয়ের রাত কাটতেই ইকো পার্কে দিলীপ, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জানিয়ে দিলেন বড় ‘সিদ্ধান্ত’

কত নম্বর পেয়েছে পশ্চিমবঙ্গ: এই রিপোর্ট অনুযায়ী, বিগত তিন বছরে অর্থাৎ ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে বিচার বিভাগে সবথেকে বেশি উন্নতি হয়েছে রাজস্থান, মধ্য প্রদেশ এবং কেরলে। ওড়িশা এবং ঝাড়খন্ডে জেল পরিচালনার ক্ষেত্রে প্রচুর উন্নতি হয়েছে। তবে সেখানেই অন্যান্য রাজ্যগুলির তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ (West Bengal)। কর্ণাটকের নম্বর যেখানে ৬.৭৮, সেখানে পশ্চিমবঙ্গ পেয়েছে মাত্র ৩.৬৩।

আরো পড়ুন: মুর্শিদাবাদে মহিলাদের উপরে চলছে যৌন নিপীড়ন! ঘরছাড়াদের সঙ্গে কথা বলে বিস্ফোরক জাতীয় মহিলা কমিশন

স্বাভাবিকভাবেই এমন হতাশাজনক রিপোর্ট নিয়ে আলোড়ন পড়েছে রাজ্যের অন্দরে বিভিন্ন মহলেও। রাজ্যে লিগাল এড সার্ভিস থাকলেও সাধারণ মানুষ তাতে কতটা উপকৃত হচ্ছে তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। সঙ্গে হাইকোর্টে শূন্য পদে নিয়োগ নিয়েও প্রশ্ন উঠছে। এ বিষয়ে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, রাজ্যের দায়িত্ব শূন্যপদ পূরণ করা। কর্মীদের নিয়ে মামলাও বিচারাধীন রয়েছে। হাইকোর্টের বারের থেকে নিয়োগ করানোর দাবি করেছেন তিনি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X