টেট দুর্নীতির খবর করতে যাওয়ার জের, সাংবাদিকের মেরে মাথা ফাটাল অভিযুক্ত

বাংলাহান্ট ডেস্ক :  প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির খবর সংগ্রহ করতে গিয়ে এবার আক্রান্ত সংবাদমাধ্যমই! বুধবার রাতে এক সাংবাদিককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠে এল। আহত আরও বেশ কয়েকজন সাংবাদিক। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রায়গঞ্জের বাজিতপুর এলাকায়।

টেট দুর্নীতির মামলায় রাজ্যের ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের মধ্যে উত্তর দিনাজপুর জেলারও ৪০ জন প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করে কলকাতা উচ্চআদালত। বুধবার টেট দুর্নীতির এই খবর সংগ্রহ করতেই রায়গঞ্জ থানার বাজিতপুর গ্রামে যান বেশ কিছু সাংবাদিক। স্থানীয় সূত্র জানা যাচ্ছে, দেবব্রত রায় নামে এক যুবক প্রাথমিক স্কুলের চাকরির জন্য টাকা দিয়েছিলেন। পরে যদিও তিনি পুলিশের চাকরি পেয়ে যান বলেই জানা যাচ্ছে।

কিন্তু টেট দুর্নীতির এই চাকরি দেওয়ার প্রতারণা চক্রের হদিশ পেতে সাংবাদিকরা সেখানে পৌঁছতেই দেবব্রত রায় ও তার পরিবারের লোকেরা তাঁদের উপর আক্রমণ করে। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় সাংবাদিক সুদীপ চক্রবর্তীর। আহত হন অন্যান্য সাংবাদিকরাও।

ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। আটক করা হয় দেবব্রত রায় নামের সেই অভিযুক্তকে। আহত সাংবাদিকদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এদিকে সংবাদমাধ্যম আক্রান্ত হওয়ার খবর শুনেই হাসপাতালে ছুটে আসেন রায়গঞ্জ পুরসভার উপ প্রশাসক অরিন্দম সরকার। পুরো ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। এছাড়া বাজিতপুরে উপস্থিত হন উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সম্পাদক অলিপ মিত্র। সঙ্গে ঘটনা স্থলে ছুটে গিয়েছেন অন্যান্য সাংবাদিকরাও।

Sudipto

সম্পর্কিত খবর