প্যারেড থেকে ট্যাবলো, ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে কর্তব্যপথে শুধুই থাকবেন মহিলারা?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পরের বছর প্রজাতন্ত্র দিবসে (Republic Day) কুচকাওয়াজ ও শোভাযাত্রায় দেখা যেতে পারে শুধুমাত্র মহিলাদের (All-Women Contingents)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs) তরফে এমনই চিন্তা-ভাবনা চলছে বলে সূত্রের খবর।

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে শুরু করে ট্যাবলো, সবেতেই নারীশক্তির জয়জয়কারের সাক্ষী থেকেছে গোটা দেশ। তবে এবার মহিলাদের আরও বেশি করে উৎসাহিত করতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। খবর এমনটাই।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে শুধুমাত্র মহিলাদের অংশগ্রহণের বিষয়ে প্রস্তাব দিয়ে ইতিমধ্যেই একটি অফিস মেমো জারি করেছে মন্ত্রক। যদিও এখনও বিষয়টি পরিকল্পনার স্তরে রয়েছে বলে জানা গিয়েছে। তবে এই নিয়ে নিয়ে আলোচনা শুরু করেছেন সেনাকর্তারাও।

এই বিষয়ে এক সেনাকর্তা সংবাদসংস্থা এনডিটিভি-কে জানিয়েছেন, ‘‘২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ থেকে ব্যান্ড, ট্যাবলো, সবেতেই শুধুমাত্র মহিলাদের অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত হয়েছে।’’ তবে এই বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। কারণ কেন্দ্রীয় সরকারের তরফে এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

republic day

প্রতিবছর দেখা যায় প্রজাতন্ত্র দিবসের প্যারেডে মহিলা পুরুষ উভয় অংশ নিয়ে থাকে। কুচকাওয়াজের নেতৃত্বে পুরুষদের পাশাপাশি থাকে মহিলারা। তবে পরের বছর শুধুমাত্র মহিলাদের অংশগ্রহণ নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড়ও তুলেছে। অনেকে আবার বলছেন দেশের সেনাবাহিনীগুলিতে এই বিশাল সংখ্যক মহিলা নেই, যে শুধুমাত্র তাদের দিয়ে গোটা অনুষ্ঠান করা যাবে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X