প্রজাতন্ত্র দিবসে বড় চমক ! চিন সীমান্তে মোতায়েন “প্রলয়”-এর প্রথম প্রদর্শন, সঙ্গে থাকছে…..

বাংলাহান্ট ডেস্ক : প্রজাতন্ত্র দিবসের (Republic Day) কুচকাওয়াজে বড় চমক। প্রথমবারের জন্য প্রদর্শিত হতে চলেছে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) মোতায়েন হালকা ‘ট্যাকটিকাল’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’। দিল্লির কর্তব্যপথে আগামী ২৬ শে জানুয়ারি ভারতে (India) প্রথমবারের জন্য দেশবাসী চাক্ষুষ করতে পারবেন ‘প্রলয়’কে।

প্রজাতন্ত্র দিবসের (Republic Day) নয়া চমক

ওড়িশার চাঁদিপুর উপকূলে ২০১৯ সালের অগাস্ট মাসে শেষ দফার পরীক্ষা হয় ‘প্রলয়ের’। এরপরই ভারতীয় সেনায় (Indian Army) জায়গা করে নেয় হালকা ‘ট্যাকটিকাল’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’। চিনের আগ্রাসন রুখতে ভারতীয় সেনার তরফে ২০২০ সালে এটিকে মোতায়েন করা হয় পূর্ব লাগাখে। পরবর্তীকালে গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের পর ‘প্রলয়’কে ভারতীয় সেনা মোতায়েন করে এলএসিতে।

Republic Day update for pralay

কঠিন জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা (‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ বা ডিআরডিও)। হালকা এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ২০০ থেকে ৫০০ কিলোমিটার। ওজনে হাল্কা হওয়ায় উঁচু পার্বত্য এলাকাতেও অনেক সহজেই ব্যবহার করা যায় ‘প্রলয়’কে। এমনকি এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গতিপথ বদলে ফেলতে পারে মাঝ আকাশেই।

আরোও পড়ুন : হাওয়া বদল! মেগা অ্যালার্ট বাংলায়, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

কেন্দ্রীয় সরকার বেশ কিছু বছর আগে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে আত্মনির্ভর ভারতের সামরিক শক্তি প্রদর্শনের উপর বিশেষ জোর দিতে শুরু করে। দেশীয় পদ্ধতিতে তৈরি অস্ত্র এবং সামরিক সরঞ্জাম প্রদর্শন শুরু হয় ২৬ জানুয়ারির অনুষ্ঠানে। ‘মেক ইন ইন্ডিয়া’র বেশ কিছু সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হবে আগামী ২৬ জানুয়ারি।

Republic Day update for pralay

জানা যাচ্ছে, কর্তব্যপথে আগামী প্রজাতন্ত্র দিবসের (Republic Day) দিন প্রদর্শনের জন্য আনা হবে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে  তৈরি সুপারসনিক (শব্দের চেয়ে বেশি গতিবেগ সম্পন্ন) ক্রুজ় ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মস’। এছাড়াও থাকতে চলেছে ডিআরডিও এবং ভারত ডায়নামিক্স লিমিটেড (বিডিএল)-এর যৌথ উদ্যোগে তৈরি স্বল্পপাল্লার ‘ভূমি থেকে আকাশ’ ক্ষেপণাস্ত্র আকাশ এবং ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র ‘নাগ’ ও ‘মাল্টি ব্যারেল রকেট সিস্টেম’ ‘পিনাকা’র নয়া সংস্করণ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর