বাংলা হান্ট ডেস্ক : বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচার নতুন কিছু নয়, সম্প্রতি বিএসএফ জওয়ানদের নজর এড়িয়ে গরু পাচার চলছে রমরমিয়ে। যদিও পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই আঁটোসাঁটো ব্যবস্থা নেয়া হয়েছে তাতেও কোনও ভাবে গোরু পাচারকারীদের থামানো যাচ্ছে না।
বৃহস্পতিবার, বাংলাদেশ সীমান্তের দিকে গরু পাচারের সময় একটি পিক আপ ভ্যানকে আটক করে সেখান থেকে এগারটি গরু উদ্ধার করল পুলিশ। ইতিমধ্যে পিক আপ ভ্যান থেকে দুজনকে আটক করা হয়েছে। মাথাভাঙা থেকে দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর মাথাভাঙা শহর লাগোয়া পঞ্চানন মোড়ে ভ্যানটি সীমান্তের শীতলকুচি দিকে যাওয়ার চেষ্টা করছিল ঠিক সেই সময় পিকআপ ভ্যানকে দেখে পুলিশের সন্দেহ হয়
ভ্যানটিকে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ আর তখনই তুষের বস্তার মধ্যে ঢেকে দেওয়া এগারোটি গোরুকে দেখতে পায় পুলিশ। এর পর ওই গরুগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং গরু কেনার রসিদ সংক্রান্ত অন্যান্য নথিপত্র পুলিশ চালককে দেখাতে বললে তা দেখাতে সক্ষম হয়নি চালক ও খালাসি দুজনেই।
এরপর চালক ও খালাসিকে আটক করে পুলিশ। কোচবিহার জেলা সূত্রে জানা গিয়েছে মালদহের থেকে বাংলাদেশ সীমান্তের দিকে প্রায়শই গরু পাচার হয়, বৃহস্পতিবার ধৃত ওই গাড়ির চালক এবং খালাসি উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে বাংলাদেশ সীমান্তের দিকে বেআইনি গরু পাচার করছিল।