উত্তরাখণ্ড থেকে উদ্ধার বোলপুরের অপহরণ হওয়া ছাত্রী, গ্রেফতার স্কুল শিক্ষক

Published On:

সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ:- বোলপুর পুলিশের সচেষ্টায় মাসখানেক থেকে নিখোঁজ থাকা সিয়ান ইউসুফ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও ওই স্কুলেরই শিক্ষক সুমন্ত রায়কে উত্তরাখণ্ডের কনখল থেকে উদ্ধার করলো। ১৬ বছরের নাবালিকা ছাত্রীকে অপহরণ করার জন্য অভিযুক্ত ওই শিক্ষককে বুধবার বোলপুর আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

 

নাবালিকা ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে যে, অভিযুক্ত ওই স্কুল শিক্ষককের বাড়ি বোলপুর ত্রিশূলাপট্টিতে। স্কুলে পড়ানোর পাশাপাশি ওই শিক্ষক ঘরেও টিউশনি পড়াতেন। গত ২৯ শে মে বিকেলে ওই নাবালিকা অভিযুক্ত শিক্ষকের কাছে পড়তে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যায়। পড়ার সময় পেরিয়ে গেলেও আর সেই রাতে ঘর ঢোকে না নাবালিকা। এরপর নাবালিকার পরিবারের সদস্যরা অভিযুক্ত ওই স্কুল শিক্ষককের বাড়ি গেলে দেখতে পায় তিনিও বাড়িতে নেই। পরের দিন সকালে অর্থাৎ ৩০ শে মে ওই নাবালিকার বাবা বোলপুর পুলিশ স্টেশনে নিখোঁজ ডায়রি করেন বলে জানা যায়।

 

নাবালিকার বাবা জানান, “পুলিশ এত সক্রিয় হয়েছে বলেই আমরা আমাদের মেয়েকে কাছে পেয়েছি। এই ঘটনার যথাযথ ব্যাবস্থা চাই।”

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই শিক্ষককে অপহরণের ধারার পাশাপাশি পকসো আইনে মামলা রুজু হয়েছে এবং ওই নাবালিকাকে একটি হোমে রাখা হয়েছে। নাবালিকাকে গোপন জবানবন্দি ও মেডিকেল টেস্ট করানোর কথা জানানো হয়েছে।

 

 

এই কেসের তদন্তকারী অফিসার ছিলেন এসআই পার্থ মুখোপাধ্যায়। পার্থবাবুর কথায়, “তদন্তে নেমে দেখি দুজনেরই ফোন বন্ধ। তবে আমরা যখন তদন্তে নামি তখন কিছু নম্বর আমরা উদ্ধার করি। যে নম্বরগুলি উত্তরাখণ্ডের। তারপর আমরা একটা মারফত এ জানতে পারি তারা দুজনে নৈতিতালে আছে। এরপর বীরভূম পুলিশ সুপারের নির্দেশে বোলপুর পুলিশের টিম রওনা দেয়। সেবার ধরা না গেলেও পরে হরিদ্বারের কাছে কনখল থেকে নিখোঁজ নাবালিকা রয়েছে বলে জানতে পারি। এরপর ২ জুলাই মঙ্গলবার সেখান থেকেই অভিযুক্ত শিক্ষক ও নাবালিকাকে উদ্ধার করা হয়।”

X