উদ্ধার কাজ অব্যাহত উত্তরাখণ্ডে, দায়িত্ব কাঁধে নিলেন দক্ষিণ মেরু ছুঁয়ে আসা IPS অপর্ণা কুমার

বাংলাহান্ট ডেস্কঃ ২০১৯ সালে অংশ নিয়েছিলেন দক্ষিণ মেরু (south pole) অভিযানে। দক্ষিণ মেরু ছুঁয়ে আসা এই অসামান্য সাহসিনী ITBP-র প্রথম মহিলা DIG অপর্ণা কুমারের (aparana kumar) কাঁধেই দেওয়া হল উত্তরাখণ্ডে (uttarakhand) উদ্ধারের দায়িত্ব। অত্যন্ত দক্ষতার সঙ্গে পাহাড়ি এলাকায় উদ্ধারকাজে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন ৪৫ বছর বয়সী অপর্ণা।

ITBP-তে যোগদান করেছিলেন ২০১৮ সালে। বরফের মধ্যে দিয়ে পিঠে ৩০-৩৫ কেজির বোঝা নিয়ে হার না মেনে, ১১১ মাইল রাস্তা পায়ে হেঁটে গিয়ে দক্ষিণ মেরু ছুঁয়ে এসেছিলেন অপর্ণা কুমার। মাইনাস ৪০ ডিগ্রি ঠাণ্ডাঅ তাঁকে কাবু করতে পারেনি। একের পর এক সাঙ্ঘাতিক অপারেশনে নেতৃত্ব দিয়ে সফল তিনি।

Aparna Kumar

দক্ষিণ মেরু ছুঁয়ে সেখানে দেশ ও আইটিবিপির পতাকা তুলে ধরেছিলে প্রথম মহিলা IPS অফিসার অপর্ণা কুমার। এই অসামান্য সাহসিকতার কারণে রাষ্ট্রপতির হাত থেকে তেনজিং নোরগে পুরস্কার পেয়েছিলেন তিনি। এই সেভেন সামিট চ্যালেঞ্জ জয়ী অপর্ণা এবং তাঁর দল নেমে পড়েছেন তপোবন সুড়ঙ্গে উদ্ধারকাজে। আইটিবিপি জওয়ানরাও বেশ নিশ্চিন্ত তাঁর সঙ্গে কাজ করতে পেরে।

উত্তরাখণ্ডে হওয়া প্রাকৃতিক দুর্যোগের দরুণ পুরো দেশজুড়ে হতাশার ছবি তৈরী হয়েছে। দেশবাসী একত্রে উত্তরাখণ্ডের মানুষজনের সুরক্ষার জন্য প্রার্থনা করেছেন। উদ্ধারকার্যের জন্য এখনও এনডিআরএফ, এসডিফ সেনার জওয়ানরা লাগাতার কাজ করছেন। ভয়ঙ্কর দুর্যোগের কারনে ঋষিগঙ্গা পাওয়ার গ্রিড প্রকল্প পুরোপুরি ভেঙে পড়েছে।

kbckjbjbckj

হিমবাহতে ফাটল ধরার জন্য বন্যার পরিস্থিতি উৎপন্ন হয়েছে। গ্লেসিযার ফাটলের দরুন ধসের সৃষ্টি হয় এবং ধসের কারণে ধৌলিগঙ্গার বাঁধে ফাটল ধরে। প্রচুর মানুষ ভেসে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। চলছে উদ্ধারকার্য।

Smita Hari

সম্পর্কিত খবর