পুরুষ নাকি মহিলা, বুদ্ধির দৌড়ে এগিয়ে কে? গবেষণায় সামনে এল “আসল সত্যি”

বাংলা হান্ট ডেস্ক: যুগ যুগান্তর ধরে একটি বিষয় নিয়ে তর্কের অন্ত নেই। আর সেটি হচ্ছে বুদ্ধি কার বেশি? কেউ বলে পুরুষদের বুদ্ধি বেশি তো আবার কেউ বলে নারীদের বুদ্ধি বেশি। তবে এবার তর্কের সমাধান পাওয়া গেল গবেষণা (Research) থেকে। এই বুদ্ধির দ্বন্দ্বের জেরে আসল উত্তরটাই কেউ জানেন না। কিন্তু নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করলেন গবেষকরা। জানা গেল নারী নাকি পুরুষ কাদের বুদ্ধি বেশি।

গবেষণায় (Research) জানা গেল নারী নাকি পুরুষ বুদ্ধি কাদের বেশি?

অতীতে বিভিন্ন সময় দাবি করা হত, নারীদের তুলনায় পুরুষের বুদ্ধি বেশি। আর যার ফলে বহু বিতর্ক সৃষ্টি হয়। কিন্তু আধুনিক গবেষণায় (Research) কি বলছে এখন সেটাই দেখার বিষয়। যদিও বহুবার গবেষণায় দেখা গিয়েছে, নারী-পুরুষদের মধ্যে গড় বুদ্ধিমত্তার কোন পার্থক্য নেই। তবে সম্প্রতি গবেষকরা যে তথ্য প্রকাশ করেছেন, তাতে চমকে দেওয়ার মতো তথ্য উঠে এসেছে।

Research reveals Who is intelligent men or women

বুদ্ধি নিয়ে গবেষকরা ঠিক কি জানিয়েছেন: এটি বিশিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গবেষকরা ৪২ জন পুরুষ এবং ৫৮ জন মহিলার মস্তিষ্ক নিয়ে গবেষণা (Research) করেন গবেষকরা। আর সেখান থেকেই জানা গিয়েছে তথ্য। গবেষকদের মতে, একজন পুরুষের মস্তিষ্কের ওজন ১,৩৭৮ গ্রাম। আর একজন মহিলার মস্তিষ্কের ওজন ১,২৪৮ গ্রাম। এর থেকে এটা প্রমাণিত হয় যে মহিলাদের তুলনায় পুরুষদের মস্তিষ্কের ওজন বেশি। এখন প্রশ্ন হচ্ছে মস্তিষ্কের ওজন বেশি হলে কি বুদ্ধি (Intelligent) বেশি হয়?

আরও পড়ুনঃ ফিকে পড়বে বলিউডি বিয়েও, বৃন্দাবনে রাজকীয় আসর, রাশিয়ান প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন টেলি নায়ক

বুদ্ধিমত্তায় টক্কর কার: মস্তিষ্ক ওজনের দিক থেকে টক্কর দিচ্ছে পুরুষরা। কিন্তু মস্তিষ্কের ওজন বেশি হওয়ায় বুদ্ধি বেশি হয় এমনটা কিন্তু নয়। গবেষকদের মতে মহিলাদের মস্তিষ্কে ধূসর রংয়ের বেশ কিছু পদার্থ রয়েছে। আর পুরুষদের মস্তিষ্কের সাদা রঙয়ের পদার্থ থাকে। তবে এই পদার্থ গুলির সঙ্গে বুদ্ধির কোনও সম্পর্ক নেই।

পদার্থ গুলি ঠিক কি কাজ করে: গবেষকদের মতে, পুরুষদের মস্তিষ্কে অ্যামিগডালা আকারে বড় হয়। আর উল্টোদিকে এই সাদা পদার্থগুলি প্রচুর তথ্য বিনিময় করতে সাহায্য করে। এই দুইয়ের প্রভাবে, পুরুষদের মনে রাখার শক্তি, সিদ্ধান্ত নেওয়া, সহজে কিছু মেনে নেওয়ার ক্ষমতায় রয়েছে। আর মহিলাদের মস্তিষ্কে ধূসর রঙয়ের যে পদার্থ গুলি রয়েছে সেগুলি একপ্রকার অপারেশনাল হাব। যা নারীর চিন্তা ভাবনা, আবেগ ইত্যাদিকে উদ্দীপিত করে। সেই সাথে মহিলাদের মস্তিষ্কে যদি গ্রে ম্যাটার সঠিকভাবে কাজ করে তাহলে মহিলাদের সংবেদনশীল ক্ষমতা এবং বুদ্ধির ক্ষমতা ভালোভাবে কাজ করে।

আরও পড়ুনঃ RG Kar ধর্ষণ-হত্যা কাণ্ডে যাবজ্জীবন সঞ্জয়ের! ছেলের শাস্তি শুনে কী বললেন মা? 

অর্থাৎ বিভিন্ন গবেষণা (Research) থেকে এটাই প্রমাণ হয়েছে যে নারী এবং পুরুষের বুদ্ধি (Intelligent) একইভাবে কাজ করে। বিষয়টি হচ্ছে কে কিভাবে তাঁর মস্তিষ্ক চালনা করবে সেটাই বড় কথা। আপনি আপনার মস্তিষ্ককে যেভাবে কাজে লাগাবেন, ঠিক সেভাবেই উত্তর পাবেন। অর্থাৎ যুগ যুগান্তরের এই বিতর্ক বলা যায় এক প্রকার অনর্থক।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর