বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরের শুরুতেই কড়া অবস্থান নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। নতুন বছরে বন্ধ হয়ে যেতে চলেছে তিন ধরনের অ্যাকাউন্ট। গ্রাহকদের নিরাপত্তা ও সাইবার সুরক্ষা সুনিশ্চিত করতে রিজার্ভ ব্যাংকের এহেন পদক্ষেপ। এই সিদ্ধান্তের পরে রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) ধারণা করছে সংখ্যায় অনেকটাই কমবে নিষ্ক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) নয়া আপডেট
সরকারি ও বেসরকারি ব্যাংকে ২ বা তার অধিক বছর লেনদেন না হওয়া অ্যাকাউন্টগুলিকে নিষ্ক্রিয় বলে চিহ্নিত করা হয়। মাঝেমধ্যেই অভিযোগ ওঠে এই অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারকরা হাতিয়ে নেন অন্য গ্রাহকদের টাকা। রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) তাই সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের ঝুঁকিপূর্ণ ব্যাংক অ্যাকাউন্টগুলি ১ লা জানুয়ারি ২০২৫ থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে।
আরোও পড়ুন : সঞ্জয় একা নয়! তিলোত্তমার খুনি আরও ৫ জন! DNA রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
এছাড়াও ১ বছরের বেশি ব্যবহার না করা অ্যাকাউন্টগুলিও শীর্ষ ব্যাংকের আতসকাঁচের তলায় রয়েছে। এই ধরনের অ্যাকাউন্টগুলিকেও রিজার্ভ ব্যাংক বন্ধ করবে। তবে পরবর্তীকালে গ্রাহক চাইলে সক্রিয় করতে পারেন এই অ্যাকাউন্ট। পাশাপাশি নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও জিরো ব্যালেন্স রয়েছে এমন অ্যাকাউন্ট রিজার্ভ ব্যাংক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে কেওয়াইসি না করা থাকলে।
পরবর্তী সময়ে গ্রাহক ব্যাংকে গিয়ে কেওয়াইসি নথি জমা দিয়ে সক্রিয় করতে পারেন অ্যাকাউন্ট। তবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ভুলভ্রান্তি ধরা পড়লে সেই অ্যাকাউন্ট চিরদিনের মতো বন্ধ করতে পারে আরবিআই। নির্দেশ দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছে, গ্রাহকদের সর্বদা উচিত তাদের অ্যাকাউন্ট সম্পর্কে ওয়াকিবহাল থাকা। কেওয়াইসি না করা থাকলে দ্রুততার সাথে সেই প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে রিজার্ভ ব্যাংক।