বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময় খুচরোর বড়ই অভাব। নিত্যদিন ক্রেতা বিক্রেতাদের মধ্যে ঝামেলা চলে এই খুচরো নিয়ে। তবে এমন বাকবিতণ্ডার মধ্যেই আরবিআইয়ের (Reserve Bank Of India) বিরাট সিদ্ধান্ত। এবার খুব শীঘ্রই বাতিল হতে চলেছে ৫ টাকার কয়েন। এহেন সিদ্ধান্ততে মাথায় হাত সকলের। যদিও একটা সময় ৫ টাকার কয়েনের বহুল ব্যবহার ছিল। বর্তমান সময় ১ টাকা, ২ টাকা কয়েন দেখা গেলেও ৫ টাকার কয়েনের ব্যবহার ক্রমশই হ্রাস পাচ্ছে। আর এমন সময় বিরাট সিদ্ধান্ত আরবিআইয়ের।
৫ টাকার কয়েন বাতিল করতে চলেছে আরবিআই (Reserve Bank Of India)
কেন্দ্রীয় সরকার এবং আরবিআইয়ের (Reserve Bank Of India) সিদ্ধান্তে ৫ টাকার কয়েন বাতিল হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, কয়েন হোক কিংবা নোট বাতিলের সিদ্ধান্ত কখনোই আরবিআই নিতে পারেনা। একটি বছরে নির্দিষ্ট কত মুদ্রা তৈরি করা হবে, কত নোট ছাপা হবে, এমনকি কোন মুদ্রা বা নোট বাতিল হবে সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। আর এবার সমাজ মাধ্যমে শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার ৫ টাকা কয়েন বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। আর এই সিদ্ধান্তকেই মান্যতা দিয়েছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তবে ৫ টাকার কয়েন বাতিল হচ্ছে এমনটা নয়। বিশেষ কিছু ৫ টাকার কয়েন বানানো বন্ধ করা হচ্ছে বলে সূত্রের খবর।
মোটা ৫ টাকার কয়েন বানানো বন্ধ করা হয়েছে: বর্তমানে বাজারে, ১ টাকা থেকে শুরু করে ২০ টাকার কয়েন সবেরই ব্যবহার আছে। কিন্তু এর মধ্যে বাজারে ভিন্ন রকমের ৫ টাকার কয়েন দেখা যায়। কোনোটা হয় পিতলের, কোনোটা হয় ধাতুর, আবার কোনোটা হয় মোটা। আর এক্ষেত্রে শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) কেউই মোটা ধাতব ৫ টাকার কয়েন তৈরি করছে না। এমনকি বাজারেও এই কয়েনের সংখ্যাও দ্রুত কমে আসছে। আর এহেন কয়েন বন্ধ করার পিছনে রয়েছে বিশেষ কারণ।
আরও পড়ুনঃ অবৈধ নির্মাণ রুখতে কড়াকড়ি! বিজ্ঞপ্তি প্রকাশ করে পুরোনো নিয়মে বড় বদল আনল রাজ্য সরকার
মোটা ৫ টাকার কয়েন দিয়ে ব্লেড তৈরি: জানা গিয়েছে এই ৫ টাকার কয়েন দিয়ে বিরাট বড় ব্যবসা চালাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। আসলে এই মুদ্রা তৈরিতে অনেকটা ধাতু ব্যবহার করা হয়। এরফলে অন্যান্য কয়েনের তুলনায় অনেকটা মোটা হয়। আর এই ৫ টাকার কয়েন থেকেই তৈরি করা যায় একসাথে ৪-৫ টা ব্লেড। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই কিছু ব্যবসায়ী এই ৫ টাকার কয়েনকে ব্যবহার করে ব্লেড বানানোর ব্যবসা শুরু করেছেন। আর এমন ব্যবসা বন্ধ করতেই ৫ টাকার মোটা কয়েন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। আর ৫ টাকার পাতলা পিতলের কয়েন ব্যবহার করা হচ্ছে।
আরও পড়ুনঃ ঘটল না কোনো মিরাকল, বিভ্রান্তি কাটিয়ে চিরশান্তির দেশে পাড়ি দিলেন শিল্পী জাকির হুসেন
এর আগেও এই ৫ টাকার কয়েন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময়ও শোনা গিয়েছিল, কিছু অসাধু ব্যবসায়ী পুরনো মোটা ৫ টাকার কয়েন ব্যবহার করে দাড়ি কাটার ব্লেড তৈরি করছেন। এমনকি শোনা যায় ৫ টাকার কয়েন নাকি অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হচ্ছে। তারাই তৈরি করত এই ব্লেড গুলি। আর এই কথা সরকারের কানে ওঠার পরই নড়ে চড়ে বসেন। কালোবাজারি বন্ধ করতে মোটা কয়েন বন্ধ করে পাতলা কয়েন তৈরির সিদ্ধান্ত নেন। যার ফলে বর্তমানে বাজারে মোটা ৫ টাকার ধাতব কয়েন আর দেখা যায় না। এমনকি সরকারের এই নির্দেশ অনুযায়ী শুধুমাত্র পিতলের ৫ টাকা কয়েন তৈরি করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)।