বাংলাহান্ট ডেস্ক : আজকাল অনেকেই লেনদেনের জন্য ব্যবহার করে থাকেন চেক। তবে ‘অ্যাকাউন্ট পেয়ি’ চেক হলে তা ক্লিয়ার হতে বেশ কিছুদিন সময় লেগে যায়। চেক (Cheque) ভাঙাতে গিয়ে অনেকেই সমস্যার মুখোমুখি পড়েন। এই অবস্থায় রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) বড় সিদ্ধান্ত নিল চেক ক্লিয়ারেন্সের সময়সীমা নিয়ে। ২-৩ দিন নয়, বরং চেক জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা ক্লিয়ার হয়ে যাবে।
চেক নিয়ে নয়া আপডেট RBI’র (Reserve Bank of India)
রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) চেয়ারম্যান শক্তিকান্ত দাস বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন। অর্থনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, যুগান্তকারী এই সিদ্ধান্তের ফলে দেশের ব্যবসা বাণিজ্য আরো উন্নত হবে। বর্তমানে কমপক্ষে ২টি কর্মদিবস সময় লাগে চেক ট্রাঙ্কেশন সিস্টেমের মাধ্যমে চেক ভাঙানোর জন্য। ব্যাচ প্রসেসিং মোডের মাধ্যমে চেক ক্লিয়ার হয়ে থাকে।
আরোও পড়ুন : পরীক্ষা ছাড়াই ব্যাঙ্কে চাকরি! অবাক লাগছে? সুবর্ণ সুযোগ দিচ্ছে SBI, আবেদন করুন শিগগিরই
বৃহস্পতিবার রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) চেয়ারম্যান জানান একটি মেকানিজমের মাধ্যমে এই ব্যবস্থা আরো দ্রুত সম্পন্ন করা হবে। শক্তিকান্ত দাস বলেন, তাদের নতুন উদ্যোগে আরো দ্রুততার সাথে সম্পন্ন হবে চেক ক্লিয়ারেন্স ব্যাপারটি। কয়েক ঘণ্টার মধ্যেই সম্পন্ন হবে গোটা পদ্ধতি। চেষ্টা করা হচ্ছে চেক জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যাতে সেটি ভাঙানো যায় সেই ব্যবস্থা করার।
নতুন এই পদ্ধতির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংককে চেকের একটি ইলেকট্রনিক্স ইমেজ পাঠিয়ে দেওয়া হবে। তাতে যুক্ত থাকবে চেকের সমস্ত বিষয়। এই পদ্ধতির মাধ্যমে একটি ব্যাংক থেকে অন্য ব্যাংকে চেক যাওয়া আরো সহজ হবে। এর ফলে কয়েক ঘন্টার মধ্যেই গ্রাহক নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবেন চেকের টাকা। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ, নতুন এই পদ্ধতির ফলে উপকৃত হবেন সবাই।