SBI, HDFC’র পর জনপ্রিয় এই ব্যাঙ্ক! ২৯ লাখ ফাইন করে দিল RBI, কতটা প্রভাব পড়বে গ্রাহকদের উপর?

   

বাংলাহান্ট ডেস্ক : ব্যাংক গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত রাখতে রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) মাঝেমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করে থাকে। দেশের কেন্দ্রীয় ব্যাংক ফের একবার দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করল। নিয়ম অমান্য করার অভিযোগে রিজার্ভ ব্যাংক একটি ব্যাংককে ২৯ লক্ষ টাকা জরিমানা করল। কোনও ব্যাংক যদি নির্দিষ্ট সীমারেখা লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তি মূলক পদক্ষেপ গ্রহণ করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বা HSBC এবার রিজার্ভ ব্যাংকের কোপে। নিয়ম লঙ্ঘন করার জন্য এই ব্যাংককে ২৯.৬ লাখ টাকার জরিমানা করেছে আরবিআই। একটি বিজ্ঞপ্তি জারি করে রিজার্ভ ব্যাংক জানিয়েছে, রিজার্ভ ব্যাংকের বেশ কিছু নিয়ম লঙ্ঘন করা হয়েছে ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং রুপি ডিনোমিটেড কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড অপারেশনগুলিতে। সেই কারণে আরোপ করা হয়েছে জরিমানা (Fine)।

আরোও পড়ুন : উত্তাল সমুদ্র! ভারী বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়, দক্ষিণবঙ্গে সতর্কতা জারি করল হাওয়া অফিস

রিজার্ভ ব্যাংক নোটিশে জানিয়েছে, এই ব্যাংককে কার্ড নিয়ে অনিয়মের কারণ জানাতে বলা হয়েছিল। এই অনিয়ম কেন ঘটছে এবং নির্দেশ না মানলে কেন জরিমানা করা হবে না সেই বিষয়টিও নোটিশ দিয়ে জানাতে বলা হয়। তবে রিজার্ভ ব্যাংক HSBC ব্যাংকের উত্তরে খুশি হয়নি। অভিযোগ প্রমাণিত হওয়ার পরেই চাপানো হয় জরিমানা। বিশ্বজুড়ে ৬২টি দেশে ৪২ মিলিয়ন গ্রাহক রয়েছে HSBC ব্যাঙ্কের। রিজার্ভ ব্যাংকের এই জরিমানার খবর শোনার পর অনেক গ্রাহক আতঙ্কিত।

HSBC

তবে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের নিশ্চিন্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাংক বলেছে, নিয়ন্ত্রক সম্মতির ঘাটতির উপর ভিত্তি করেই করা হয়েছে জরিমানা। গ্রাহকদের আর্থিক লেনদেনের সম্পর্ক নেই এর সাথে। প্রসঙ্গত, নিয়ম না মানার অভিযোগে বছরের শুরুতেই রিজার্ভ ব্যাংক জরিমানা করে স্টেট ব্যাংক ও HDFC ব্যাংককে। RBI সেই সময় স্টেট ব্যাংককে প্রায় দু কোটি টাকা জরিমানা করে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর