মোটা ফাইন থেকে কড়া শাস্তি! এই বিখ্যাত ব্যাংকের উপর রাশ টানল RBI, আপনার অ্যাকাউন্ট আছে?

বাংলাহান্ট ডেস্ক : এইচএসবিসি ব্যাংক লঙ্ঘন করেছে ভারতের বিদেশি মুদ্রা বিনিময় ব্যবস্থাপনা আইন। এই অভিযোগে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) মোটা অংকের জরিমানা করল এইচএসবিসি ব্যাংককে। একই সাথে রিজার্ভ ব্যাংক এইচএসবিসি ব্যাংককে ঘটনার কারণ দর্শানোর নির্দেশও দিয়েছে।

রিজার্ভ ব্যাংককে লিখিত আকারে নিজেদের জবাব দিয়েছে এইচএসবিসি ব্যাংক। জানা গেছে, এইচএসবিসি ব্যাংক রিজার্ভ ব্যাংকে যে লিখিত উত্তর দিয়েছে তাতে খুশি নয় কেন্দ্রীয় ব্যাংক। সেই প্রেক্ষিতে আরবিআই (RBI) সিদ্ধান্ত নিয়েছে এইচএসবিসি ব্যাংককে (HSBC Bank) জরিমানা (Fine) ধার্য করার।

আরোও পড়ুন : দুঃসংবাদ! বাংলায় টানা ৪৮ ঘন্টা খুলবে না মদের দোকান! কেন জারি হল নিষেধাজ্ঞা?

এই বিদেশি ব্যাংককে জরিমানা হিসেবে দিতে হবে ৩৬ লাখ ৩৮ হাজার টাকা। নিয়ম লঙ্ঘনের অভিযোগে এর আগে রিজার্ভ ব্যাংক জরিমানা আরোপ করে আইসিআইসিআই ব্যাংক এবং ইয়েস ব্যাংকের উপর। রিজার্ভ ব্যাংকের অভিযোগ ছিল এই ব্যাংকগুলি ঋণ সংক্রান্ত নিয়ম এবং গ্রাহক পরিষেবা কার্যকলাপ সংক্রান্ত বিধি লঙ্ঘন করেছে।

আরোও পড়ুন : ১ কেজি সোনা পায়ুদ্বারে! হয়েছিল পাচারের ছক, কলকাতার বিমানসেবিকা ধৃত ভিনরাজ্যে

সেই অভিযোগে আইসিআইসিআই ব্যাংককে ১ কোটি এবং ইয়েস ব্যাংককে ৯১ লাখ টাকা জরিমানা করা হয়। আইসিআইসিআই ব্যাংকের জরিমানার প্রসঙ্গে আরবিআই জানায়, পরিকল্পিত বাজেটের সংস্থান মেয়াদী ঋণ হিসেবে এই ব্যাংক কিছু নির্দিষ্ট সংস্থাকে প্রদান করেছে। ঋণ দেওয়ার সময় যাচাই করা হয়নি প্রকল্প ও ব্যাংক নিয়মের যোগ্যতা।

HSBC

অন্যদিকে, ইয়েস ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা কিছু গ্রাহকদের অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স না থাকার কারণে অতিরিক্ত চার্জ গ্রহণ করেছে। পাশাপাশি গ্রাহকদের অনুমতি ছাড়াই রাউটিং কাস্টমার ট্রান্সাকশনের জন্য ইন্টারনাল অ্যাকাউন্ট খোলার অভিযোগও উঠেছিল ইয়েস ব্যাংকের বিরুদ্ধে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর