সর্বনাশ! কপাল পুড়ল এই চার জনপ্রিয় ব্যাঙ্কের! কোমর বেঁধে নামছে RBI, কী হবে এবার?

বাংলাহান্ট ডেস্ক : দেশের চারটি ব্যাংকের বিরুদ্ধে কঠোর পদক্ষে গ্রহণ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। নিয়ন্ত্রক সম্মতির অভাবের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) এই সিদ্ধান্ত। রীতিমতো বড়সড়ো আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক এবং বিহারে অবস্থিত সমবায় ব্যাঙ্কগুলির উপর।

জেনে নেওয়া যাক কোন কোন ব্যাংকগুলির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে আরবিআই (Reserve Bank of India)

এমনই খবর প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। অন্ধ্রপ্রদেশের ব্যাংক ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ সেন্ট্রাল ব্যাঙ্ক লিমিটেডকে জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৫০ হাজার টাকার আর্থিক জরিমানা করা হয়েছে বলে খবর। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্টকে জালিয়াতি রিপোর্ট দিতে দেরি করার কারণে আর্থিক জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)।

   

আরোও পড়ুন : সোহিনীর বিয়ে হতেই ‘প্রাক্তন প্রেমিক’কে একহাত! এবার সায়ন্তনীকে ধুয়ে দিলেন রণজয়!

চলতি বছরের ১৫ই জুলাই জারি করা একটি কর্নাটকের হরিহরে অবস্থিত শ্রী হরিহরেশ্বর আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে এক্সপোজার নিয়ম এবং ইউসিবিতে লিপিবদ্ধ বিধি-নিষেধ মেনে না চলার জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। ১১ ই জুলাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) পক্ষ থেকে আদেশ জারি করে বিহারের বৈশালী জেলা সমবায় কেন্দ্রীয় ব্যাংক লিমিটেড এর ওপর এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

The bank can no longer take high interest from you.

ব্যাংক একাউন্টের ঝুঁকি কমিয়ে সুদৃঢ় ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার জন্যই বৈশালী জেলার সমবায় কেন্দ্রীয় ব্যাংক লিমিটেডের ওপর এই জরিমানা। গত ৪ জুলাই মহারাষ্ট্রের চন্দ্রপুরা জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডকে আড়াই লক্ষ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যাংক তাদের পরিচালকদের ঋণ মঞ্জুর করার জন্য কড়া ব্যবস্থা নিয়েছে আরবিআই (Reserve Bank of India)।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর