আর নেই চিন্তা! এবার কৃষকদের দুর্দান্ত উপহার দিল RBI, বড় ঘোষণা করলেন গভর্নর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, মনিটারি পলিসি কমিটির বৈঠকের পর RBI (Reserve Bank Of India)-এর গভর্নর শক্তি কান্ত দাস কৃষকদের বড় স্বস্তি দিয়েছেন। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি থেকে কৃষকদের স্বস্তি দিতে RBI এখন গ্যারান্টি ছাড়াই ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণা করেছে।

কৃষকদের দুর্দান্ত উপহার দিল RBI (Reserve Bank Of India):

জানিয়ে রাখি যে, বর্তমানে এই সীমা হল ১.৬ লক্ষ টাকা। এদিকে, টানা ১১ তম বারের জন্য, RBI (Reserve Bank Of India) রেপো রেটে কোনও পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে। এর মানে রেপো রেট ৬.৫ শতাংশে অপরিবর্তিত থাকবে। অন্যদিকে ক্যাশ রিজার্ভ রেশিও অর্থাৎ CRR ৪ শতাংশে নামিয়ে এনেছে সরকার। যার ফলে দেশের ব্যাঙ্কগুলিতে ১.১৬ লক্ষ কোটি টাকার বুস্ট মিলবে।

Reserve Bank Of India gave great gift to farmers.

কৃষকদের জন্য বড় স্বস্তি: আর্থিক নীতি পর্যালোচনা সম্পর্কে তথ্য দেওয়ার সময়ে, RBI (Reserve Bank Of India) গভর্নর শক্তিকান্ত দাস গত জানিয়েছেন যে মুদ্রাস্ফীতি এবং কৃষিতে ব্যবহৃত কাঁচামালের ব্যয় বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, গ্যারান্টি ফ্রি এগ্রি লোনের সীমা ১.৬ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার সুযোগ বাড়বে। ২০১০ সালে, RBI কোনও গ্যারান্টি ছাড়াই কৃষি খাতে লোন দেওয়ার জন্য ১ লক্ষ টাকার সীমা নির্ধারণ করেছিল। পরে, ২০১৯ সালে তা বাড়িয়ে ১.৬ লক্ষ টাকা করা হয়। RBI জানিয়েছে, শীঘ্রই এই বিষয়ে একটি সার্কুলার জারি করা হবে।

আরও পড়ুন: এবার ধর্ম পরিবর্তন করে মুসলিম হতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! বড় প্রতিক্রিয়া সতীর্থের

১১ তম বারের জন্য রেপো রেটে কোনও পরিবর্তন হয়নি: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক শুক্রবার, চলতি আর্থিক বর্ষের পঞ্চম মনিটাকে পলিসি কমিটির বৈঠকে টানা ১১ তম বার রেপো রেট অপরিবর্তিত রেখেছে। যার ফলে এটি ৬.৫ শতাংশে রয়েছে। তবে অর্থনীতিতে নগদ অর্থ বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাঙ্ক CRR ৪.৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করেছে। এই পদক্ষেপের ফলে, ব্যাঙ্কগুলিতে ১.১৬ লক্ষ কোটি টাকার অতিরিক্ত নগদ পাওয়া যাবে।

আরও পড়ুন: লক্ষ্য কাশ্মীরের ১৭ টি মন্দির! এবার বিরাট সিদ্ধান্ত নিল ওমর সরকার, রইল আপডেট

CRR-এর অধীনে, বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে নগদ মজুত হিসেবে রাখতে হয়। এর পাশাপাশি, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, RBI (Reserve Bank Of India) চলতি অর্থবর্ষের জন্য অর্থনৈতিক বৃদ্ধির হারের অনুমান ৭.২ শতাংশ থেকে কমিয়ে ৬.৬ শতাংশ করেছে। এদিকে, RBI চলতি অর্থবর্ষে খুচরা মুদ্রাস্ফীতির অনুমান ৪.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪.৮ শতাংশ করেছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X