বাংলা হান্ট ডেস্ক: এবার ফের বড় নজির গড়লেন RBI (Reserve Bank Of India)-র গভর্নর শক্তিকান্ত দাস। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টানা দ্বিতীয় বছর বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রধানদের মধ্যে “A+” রেটিং পেয়েছেন তিনি। এমতাবস্থায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভর্নরের প্রশংসা করেছেন এবং জানিয়েছেন যে এটি শক্তিকান্ত দাসের নেতৃত্বের স্বীকৃতি এবং এই সম্মানের জন্য প্রধানমন্ত্রী তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
বড় নজির গড়লেন RBI (Reserve Bank Of India) গভর্নর:
জানিয়ে রাখি যে, গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন থেকে “A+” রেটিং পাওয়া তিনজন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর হলেন RBI (Reserve Bank Of India) গভর্নর শক্তিকান্ত দাস, ডেনমার্কের ক্রিশ্চিয়ান কেটল থমসেন এবং সুইজারল্যান্ডের থমাস জর্ডান। এদিকে, ব্রাজিলের রবার্তো ক্যাম্পাস নেটো, চিলির রোজানা কস্তা, মরিশাসের হারভেশ কুমার সিগোলাম, মরক্কোর আবদেলাতিফ জোহারি, দক্ষিণ আফ্রিকার লেসেটজা কেগনিয়াগো, শ্রীলঙ্কার নন্দলাল ওয়েরাসিংহে এবং ভিয়েতনামের নগুয়েন থি হং “A” রেটিং পেয়েছেন।
উল্লেখ্য যে, RBI (Reserve Bank Of India) গভর্নর শক্তিকান্ত দাসকে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন দ্বারা এই রেটিং দেওয়া হয়েছে। মূলত, ওই ম্যাগাজিন তার “সেন্ট্রাল ব্যাঙ্কার রিপোর্ট কার্ড ২০২৪”-এ কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরদের রেটিং প্রদান করেছে। এমতাবস্থায়, “A+”, “A” এবং “A-” গ্রেডের ভিত্তিতে গভর্নরদের তালিকা প্রকাশ করেছে ওই ম্যাগাজিন। ইউরোপিয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর, পূর্ব ক্যারিবিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ সেন্ট্রাল আফ্রিকান স্টেটস এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস সহ প্রায় ১০০ টি দেশ, অঞ্চল এবং জেলাগুলির কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরের ওপরেও গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনটি দৃষ্টি নিক্ষেপ করে।
অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী: এদিকে, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “RBI (Reserve Bank Of India) গভর্নরকে দ্বিতীয়বার এই কৃতিত্বের জন্য অভিনন্দন। এটি RBI-তে তাঁর নেতৃত্বের স্বীকৃতি এবং অর্থনৈতিক বৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য তাঁর কাজের স্বীকৃতি।”
আরও পড়ুন: মিলবে মোটা অঙ্কের বেতন! এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় নিয়োগের জন্য জারি বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন
কিভাবে নির্ধারণ করা হয় র্যাঙ্কিং: উল্লেখ্য যে, ওই ম্যগাজিন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সাফল্যের হার, অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা, মুদ্রার স্থিতিশীলতা এবং সুদের হার ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে “A+” থেকে “AF” গ্রেড পর্যন্ত র্যাঙ্কিং প্রদান করে। গ্লোবাল ফাইন্যান্সের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর জোসেফ গিয়ারাপুতো জানিয়েছেন যে, কেন্দ্রীয় ব্যাঙ্কের আধিকারিকরা গত কয়েক বছরে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। যেখানে তাঁরা সুদের হারকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন।