আয়ের তুলনায় বেশি ব্যয়! পশ্চিমবঙ্গ সহ ১০টি রাজ্যকে দুর্বল চিহ্নিত RBI-র

বাংলা হান্ট ডেস্ক: এবার RBI (Reserve Bank of India)-এর একটি রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। জানা গিয়েছে, দেশের তিনটি উত্তর-পূর্বের রাজ্য সহ অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান এবং পাঞ্জাবের মত রাজ্যগুলি বাজার থেকে ধার নেওয়ার পরিবর্তে বারংবার RBI-এর বিশেষ স্বল্পমেয়াদী নগদের সুবিধা ব্যবহার করছে। এমতাবস্থায়, এই প্রবণতা প্রমাণ করে যে, সংশ্লিষ্ট রাজ্যগুলি নগদ ভারসাম্যহীনতার মত একটি গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে।

এই প্রসঙ্গে RBI-এর একটি রিপোর্টে জানানো হয়েছে যে, দেশের উত্তর-পূর্বের তিনটি রাজ্য অর্থাৎ মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড বারংবার এই সুবিধাটিকে ব্যবহার করছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রিজার্ভ ব্যাঙ্ক রাজ্যগুলিকে তাদের নগদের প্রয়োজনীয়তা মেটাতে বিশেষ উইথড্রয়াল সুবিধা সহ ওভারড্রাফটের মত মোট তিনটি স্বল্পমেয়াদী নগদের সুবিধা প্রদান করে।

এমতাবস্থায়, রাজ্যগুলির এই সুবিধা ব্যবহার করার প্রধান কারণগুলির মধ্যে একটি হল বাজার থেকে ধার নেওয়ার তুলনায় অপেক্ষাকৃত সস্তা দাম। এদিকে, আগস্ট পর্যন্ত, এই রাজ্যগুলি গড়ে ৩.২ থেকে ৪.২ শতাংশ হারে SDF সুবিধা গ্রহণ করেছে। যেখানে আসল বন্ডের মূল্য হল ৭.৮ শতাংশ বা তারও বেশি। পাশাপাশি, RBI-এর একটি সাম্প্রতিক সমীক্ষা থেকে জানা গিয়েছে, আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে ১০ টি দুর্বল রাজ্যকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, বিহার, হরিয়াণা ঝাড়খণ্ড, কেরালা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ।

এই প্রসঙ্গে ব্যাঙ্ক অফ বরোদার অর্থনীতিবিদ সোনাল বাধন জানিয়েছেন, এই সুবিধাগুলির ঘন ঘন ব্যবহার সংশ্লিষ্ট রাজ্যগুলির নগদের ভারসাম্যহীনতার পাশাপাশি আর্থিক শৃঙ্খলার অভাবকে প্রমাণিত করে। অর্থাৎ, এর মানে হল যে, তারা তাদের উপার্জনের চেয়ে বেশি ব্যয় করছে। এটি সামগ্রিক আর্থিক অবস্থার একটি প্রাথমিক সূচক।

rbi revoked the license of united cooperative bank

অন্যদিকে, গত ১৪ অক্টোবর দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার ৪.৫ কোটি ডলার কমে ৫২৮.৩৭ বিলিয়ন ডলার হয়েছে। RBI সূত্রে এই তথ্য জানানো হয়। অপরদিকে, গত ৭ অক্টোবর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০৪ মিলিয়ন ডলার বেড়ে ৫৩২.৮৬৮ বিলিয়ন ডলারে পৌঁছে যায়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর