হায় হায়! ১,২ নয়; ডিসেম্বরে ১৮ দিন বন্ধ ব্যাংক! ভোগান্তি এড়াতে এক্ষুনি দেখে নিন ছুটির তালিকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) প্রকাশ করে থাকে ব্যাংক হলিডের তালিকা (Holiday List)। গোটা দেশে একই দিনে কিন্তু ব্যাংক বন্ধ থাকে না অনেক সময়। জাতীয় ছুটি ছাড়া স্থানীয় ছুটির উপর নির্ভর করে ব্যাংক হলিডে নির্ধারিত হয়।

আমাদের দেশে বর্তমানে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং প্রতিটি রবিবার ব্যাংকের কাজ বন্ধ থাকে। এছাড়াও থাকে জাতীয় ছুটি ও আঞ্চলিক ছুটি। রিজার্ভ ব্যাংক জানিয়েছে, ডিসেম্বর মাসে মোট ১৮ দিন বন্ধ থাকবে ব্যাংক। ডিসেম্বর মাসে কোথায় কবে ব্যাংক বন্ধ (Holiday List) চলুন জেনে নেওয়া যাক এক নজরে।

ডিসেম্বর মাসে ব্যাংকের ছুটি (Holiday List)

• ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে গোটা দেশে ব্যাংক বন্ধ।

• ৩ ডিসেম্বর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার উপলক্ষে ব্যাংক বন্ধ গোয়ায়।

• ৮ ডিসেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি।

• ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গোটা দেশে ব্যাংক বন্ধ থাকবে।

আরোও পড়ুন : জেলের বাইরে অর্পিতা! নিয়োগ দুর্নীতিতে জামিন পেতে মরিয়া পার্থ, কি জানাল সুপ্রিম কোর্ট?

• ১১ ডিসেম্বর ইউনিসেফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গোটা ভারতে ব্যাংক বন্ধ।

• ১৪ ডিসেম্বর দ্বিতীয় শনিবার উপলক্ষে ব্যাংক বন্ধ গোটা দেশে।

• ১৫ ডিসেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি।

• ১৮ ডিসেম্বর গুরু ঘাসিদাস জয়ন্তী উপলক্ষে চন্ডিগড়ে ব্যাংক বন্ধ।

• ১৯ ডিসেম্বর মুক্তি দিবস উপলক্ষে ব্যাংক ছুটি থাকবে গোয়ায়।

Bank Account

• ২২ ডিসেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি।

• ২৪ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ডে।

• ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

• ২৬ ডিসেম্বর ব্যাংক ছুটি মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ডে।

• ২৭ ডিসেম্বর ব্যাংক বন্ধ নাগাল্যান্ডে।

bank holiday list india

• ২৮ ডিসেম্বর চতুর্থ শনিবার উপলক্ষে গোটা দেশে ব্যাংক বন্ধ।

• ২৯ ডিসেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি।

• ৩০ ডিসেম্বর ব্যাংক বন্ধ মেঘালয়ে।

• ৩১ ডিসেম্বর মিজোরাম ও সিকিমে ব্যাংক বন্ধ।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X