দেশের এই বড় ব্যাংক-কে ১.২৫ কোটি টাকা জরিমানা RBI-র! আপনার অ্যাকাউন্ট নেই তো?

বাংলা হান্ট ডেস্কঃ দেশের সর্বোচ্চ ব্যাঙ্কিং প্রতিষ্ঠান ভারতীয় রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) বা RBI এর নির্দেশ না মানার জন্য বড় মাশুল দিতে হচ্ছে দেশের কিছু বড় বড় ব্যাংক’কে। আরোপ করা হয়েছে মোটা অংকের জরিমানা।

আরবিআই কর্তৃক প্রদান করা নির্দেশনা লঙ্ঘন করার জন্য মুম্বাইয়ের জোরোস্ট্রিয়ান কো-অপারেটিভ ব্যাংক (Zoroastrian Co-operative Bank) সহ মোট নয়টি ব্যাংকের উপর জরিমানা আরোপ করেছে দেশের সর্বোচ্চ ব্যাঙ্কিং প্রতিষ্ঠান। সূত্রের খবর অনুযায়ী, জোরোস্ট্রিয়ান কো-অপারেটিভ ব্যাংকের ওপর ১.২৫ কোটি টাকা জরিমানা আরোপ করেছে RBI।

আরবিআইয়ের (RBI) কর্তৃক এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, জোরোস্ট্রিয়ান কো-অপারেটিভ ব্যাংক বারংবার তার সীমাবদ্ধ পত্রের ক্রেডিট (এলসি) নিয়মের নির্দেশাবলী লঙ্ঘন করেছে। ব্যাংক বিল্ট-ইন লেনদেন/নথিপত্রের সঠিক যাচাই না করেই লেটার অফ ক্রেডিট (এলসি) এর অধীনে আবাসন বিলে ছাড় দিয়েছে। দীর্ঘ আট বছর ধরে উপরিক্ত ব্যাংক এই রেকর্ডগুলিকে সঠিকভাবে সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

এর পাশাপাশি লক্ষ্ণৌ ব্যাংকের (Lucknow Bank) ওপর ২০ লক্ষ টাকা জরিমানা আরোপ করে RBI এর এক পৃথক বিবৃতিতে জানানো হয়েছে যে, লক্ষ্ণৌ ইন্ডিয়ান মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের ওপর নন -পারফর্মিং সম্পত্তির (এনপিএ) শ্রেণীবদ্ধকরণ সম্পর্কিত কিছু নিয়ম না মেনে চলার জন্য ২০ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। RBI দ্বারা পাঁচটি সমবায় ব্যাংক সহ মোট নয়টি ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

RBI

প্রসঙ্গত এর আগে নভেম্বরের মাঝামাঝি সময়ে একটি বড় ব্যাংকের লাইসেন্স বাতিল করেছিল RBI।
পাশাপাশি এদিন মধ্যপ্রদেশের জেলা সহকারী কেন্দ্রীয় ব্যাংক, জামশেদপুর আরবান কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, ঝাড়খণ্ড এন্ড রেণুকা নাগরিক সহকারি ব্যাঙ্ক লিমিটেড,ছত্তিশগড়, এই প্রত্যেকটি ব্যাংকের ওপর ১ লক্ষ টাকা করে জরিমানা আরোপ করা হয়েছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর