হয়ে যান সতর্ক! এবার একইসাথে এই ব্যাঙ্ক এবং ফাইন্যান্স কোম্পানির ওপর বিপুল জরিমানা RBI-এর

বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে সুষ্ঠুভাবে ব্যাঙ্কিং পরিষেবাকে বজায় রাখতে এবং ব্যাঙ্কগুলি যাতে সমস্ত নিয়ম সঠিকভাবে মেনে চলে সেই দিকে কড়া নজর রাখে RBI (Reserve Bank Of India)। শুধু তাই নয়, কোথাও কোনও নিয়মের অমান্য ঘটলেই তৎক্ষণাৎ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে কেন্দ্রীয় ব্যাঙ্ক। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, জারি করা হয় লক্ষ লক্ষ টাকার জরিমানাও।

সেই রেশ বজায় রেখেই এবার একটি বেসরকারি ব্যাঙ্ক এবং ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা আরোপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, IndusInd ব্যাঙ্ক সহ Manappuram Finance কোম্পানি এই জরিমানার সম্মুখীন হয়েছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

Reserve Bank of India imposed penalties against this bank.

IndusInd ব্যাঙ্ক জরিমানার সম্মুখীন: জানিয়ে রাখি যে, IndusInd ব্যাঙ্কের ওপর RBI (Reserve Bank Of India) মোট ২৭.৩০ লক্ষ টাকার জরিমানা আরোপ করেছে। আমানতের সুদের হার সম্পর্কিত নিয়মের কিছু বিধান না মেনে চলার জন্য IndusInd ব্যাঙ্ককে এই বিপুল জরিমানার সম্মুখীন হতে হয়েছে।

আরও পড়ুন: ফিরল ৯/১১-র স্মৃতি! ইউক্রেনের ড্রোন আচমকাই হামলা চালাল রাশিয়ার বহুতলে, ভাইরাল ভিডিও

উল্লেখ্য যে, RBI ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত ব্যাঙ্কের তত্ত্বাবধায়ক মূল্যায়নের জন্য একটি পরিদর্শন পরিচালনা করেছিল। তারপরেই IndusInd ব্যাঙ্ককে একটি নোটিশ জারি করা হয়। ওই নোটিশে IndusInd ব্যাঙ্কের প্রতিক্রিয়ার পরে, RBI (Reserve Bank Of India) দেখেছে যে ব্যাঙ্ক বেশ কয়েকটি অযোগ্য প্রতিষ্ঠানের নামে কিছু সঞ্চয় আমানত অ্যাকাউন্ট খুলেছে। যার জন্য আর্থিক জরিমানার প্রয়োজন। RBI বলেছে যে এই জরিমানা নিয়ন্ত্রক সম্মতির ঘাটতির ওপর ভিত্তি করে করা হয়েছে। পাশাপাশি এটাও জানানো হয়েছে যে, IndusInd ব্যাঙ্কের গ্রাহকদের সাথে করা কোনও লেনদেন বা চুক্তির বৈধতার বিষয়ে রায় দেওয়ার উদ্দেশ্যে এটি করা হয়নি।

আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ! ভারতের এই তারকা ক্রিকেটারের নামে জারি গ্রেফতারি পরোয়ানা

Manappuram Finance-কে ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে: এদিকে, Manappuram Finance-কে ২০ লক্ষ টাকা জরিমানা করেছে RBI (Reserve Bank Of India)। এই জরিমানা KYC সম্পর্কিত নির্দিষ্ট কিছু নিয়মের সঠিক বিধান না মেনে চলার জন্য আরোপ করা হয়েছে। RBI-এর মতে, ওই সংস্থা গ্রাহক গ্রহণের সময়ে ইস্যুকারী কর্তৃপক্ষের ভেরিফিকেশন সুবিধা থেকে গ্রাহকদের প্যান যাচাই করতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ, ওই কোম্পানি গ্রাহকদের প্যান নম্বর সঠিকভাবে যাচাই করেনি এবং কিছু গ্রাহককে একাধিক ভেরিফিকেশন কোড দিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর